Twitter CEO Parag Agrawal: নতুন টুইটার সিইও পরাগ আগরওয়াল এবং শ্রেয়া ঘোষাল একে অপরের বন্ধু? প্রকাশ্যে তাঁদের পুরনো চ্যাট
সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট টুইটারের নতুন সিইও পরাগ আগরওয়াল এবং শ্রেয়া ঘোষালের বেশ কিছু পুরনো চ্যাট সামনে এসেছে। দুজনের পুরনো চ্যাট দেখে আন্দাজ করা যাচ্ছে যে, তাঁর দুজনে একে অপরের স্কুল জীবনের বন্ধু।
মুম্বই: সদ্য কিছুদিন আগেই মাইক্রোব্লগিং সাইট টুইটারের (Twitter) সিইও হয়েছেন পরাগ আগরওয়াল (Parag Agarwal)। তাঁর পর থেকেই তাঁকে ঘিরে নেটিজেনদের উত্তেজনা চরমে। পরাগ আগরওয়ালের টুইটার সিইও পদে যোগ দেওয়া একজন ভারতীয় হিসেবে গর্ব করার মতোও। তাই নেট দুনিয়ায় তাঁকে ঘিরে নানান তথ্যও প্রকাশ হচ্ছে। তবে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পরাগ আগরওয়ালের বেশ কিছু পুরনো চ্যাট প্রকাশ হয়েছে। আর সেই সমস্ত চ্যাট কোনও সাধারণ মানুষের সঙ্গে নয়, জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষালের (Shreya Ghoshal) সঙ্গে পরাগ আগরওয়ালের পুরনো চ্যাট ঘিরেই এবার চর্চা হচ্ছে।
সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট টুইটারের নতুন সিইও পরাগ আগরওয়াল এবং শ্রেয়া ঘোষালের বেশ কিছু পুরনো চ্যাট সামনে এসেছে। কিছু নেট নাগরিক সেই চ্যাটগুলিকে প্রকাশ করেছেন। দুজনের পুরনো চ্যাট দেখে আন্দাজ করা যাচ্ছে যে, তাঁর দুজনে একে অপরের স্কুল জীবনের বন্ধু। টুইটার সিইও পদে যোগ দেওয়ার পর অবশ্যই শ্রেয়া ঘোষালকে দেখা গিয়েছে পরাগ আগরওয়ালকে শুভেচ্ছা জানাতে। কিন্তু পুরনো চ্যাট প্রকাশ্যে আসার পর কী বলছেন 'বৈরি পিয়া' গায়িকা?
টুইটার সিইও হওয়ার পর পরাগ আগরওয়ালকে শুভেচ্ছা জানিয়ে শ্রেয়া ঘোষাল লেখেন, 'অভিনন্দন। পরাগ তোমার জন্য গর্ববোধ হচ্ছে। আমাদের জন্য আজ বড় দিন। এমন খবর সকলের সঙ্গে উপভোগ করছি।' এরপরই সোশ্যাল মিডিয়া জুড়ে ভেসে ওঠে শ্রেয়া ঘোষাল এবং পরাগ আগরওয়ালের পুরনো চ্যাট। যেখানে দেখা যাচ্ছে জনপ্রিয় গায়িকা লিখছেন, 'সবাই দেখো, আর একজন ছোটবেলার বন্ধুকে খুঁজে পেয়েছি। ফলো করো পরাগকে। ওর গতকাল জন্মদিন ছিল। সবাই ওকে শুভেচ্ছা জানাও।' পরাগ আগরওয়ালও পাল্টা লেখেন, 'আলিয়া, তুমি সত্যিই সবাইকে উদ্বুদ্ধ করতে পারো। ফলোয়ার্স আর জন্মদিনের শুভেচ্ছায় টুইটার ভেসে যাচ্ছে।'
পুরনো চ্যাট প্রকাশ হওয়ার পর প্রতিক্রিয়া দিয়েছেন শ্রেয়া ঘোষাল। এদিন তিনি নিজের টুইটার হ্যান্ডলে লেখেন, 'আরে ইয়ার তোমরা কত ছোটবেলার টুইট বের করে আনছ! তখন টুইটার সবে লঞ্চ করেছিল। ১০ বছর আগের টুইট এগুলো, যখন আমরা ছোট ছিলাম। তখন বন্ধুরা একে অপরকে টুইট করত না কি? কী হচ্ছেটা কি এসব?' শ্রেয়া ঘোষাল প্রতিক্রিয়া দিলেও কোনও মন্তব্য করতে দেখা যায়নি টুইটার সিইওকে।