Sid-Kiara Holi: 'মিসেসের সঙ্গে প্রথম হোলি', সেলফি পোস্ট করে অনুরাগীদের শুভেচ্ছা সিড-কিয়ারার
Holi 2023: বিয়ের এক মাসের মাথায় ৭ মার্চ, আজ হোলি। কাজের চাপ যতই থাকুক না কেন, প্রথম রঙের উৎসব একসঙ্গে স্বামী-স্ত্রী কাটাবেন না তা কি হয়?
মুম্বই: ঠিক এক মাস আগেই সাত পাকে বাঁধা পড়েন দুই তারকা। স্বপ্নিল বিয়ে আসর বসেছিল জয়সলমেরে। ঠিকই ধরেছেন। কথা হচ্ছে সিদ্ধার্থ মলহোত্র (Sidharth Malhotra) ও কিয়ারা আডবাণীর (Kiara Advani)। বিয়ের পর প্রথম হোলি (First Holi) তাঁদের। পোস্ট করলেন 'রঙিন' ছবি।
সিড-কিয়ারা 'প্রথম হোলি'
৭ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েছিলেন সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী। বিয়ে, রিসেপশন পার্টির পর যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েন। আর এক মাসের মাথায় ৭ মার্চ, আজ হোলি। কাজের চাপ যতই থাকুক না কেন, প্রথম রঙের উৎসব একসঙ্গে স্বামী-স্ত্রী কাটাবেন না তা কি হয়?
সকালে গায়ে হলুদের একাধিক ছবি পোস্ট করে সকলকে হোলির শুভেচ্ছা জানিয়েছিলেন কিয়ারা। বেলা গড়িয়ে বিকেল হতেই রঙ মাখা ছবি পোস্ট করলেন সিদ্ধার্থ। সাদা পোশাক, গায়ে-মুখে নানা রঙের মেলা। হাসি মুখ, চোখে সানগ্লাস। সেলফি তুলে পোস্ট করলেন সিদ্ধার্থ। মিষ্টি করে লিখলেন, 'মিসেসের সঙ্গে প্রথম হোলি'। ছবি পোস্ট হতেই স্বাভাবিকভাবেই অনুরাগীদের শুভেচ্ছা ও উচ্ছ্বাস দেখা যায় কমেন্ট বক্সে।
View this post on Instagram
অন্যদিকে দোলের দিনই গায়ে হলুদের ছবি নিজের ভক্তদের সঙ্গে শেয়ার করে নেন কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মলহোত্র। এই জুটির প্রেমের বয়স স্বল্প হলেও, মায়ানগরীর 'দ্য ইট কাপল' বলেই পরিচিতি তৈরি হয়েছিল কিয়ারা এবং সিদ্ধার্থের। 'শেরশাহ' ছবিতে প্রথম একসঙ্গে দেখা যায় তাঁদের। সেখান থেকেই নাকি প্রেমপর্বের সূচনা। পার্টিতে, রেস্তোরাঁয় এমনকী বিমানবন্দরেও তাঁদের দেখা গিয়েছে একসঙ্গে। তবুও প্রকাশ্যে কখনওই প্রেমের স্বীকারোক্তির দিকে যাননি কেউ। বরং ধরি মাছ, না ছুঁই পানি আচরণ ছিল আগাগোড়া।
আরও পড়ুন: Jacqueline Fernandez: ‘বেবি গার্ল, সব রং ফিরিয়ে দেব তোমায়’, জেল থেকে ‘প্রেমপত্র’ পেলেন জ্যাকলিন
এছাড়া গত শনিবার মহিলাদের আইপিএলের (WPL) প্রথম সংস্করণের উদ্বোধনী মঞ্চ নেচে মাত করলেন কিয়ারা আডবাণী। গোলাপী সেই পোশাকের একাধিক ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। সেই পোস্টের আদুরে কমেন্ট করলেন সিদ্ধার্থ মলহোত্র। হট পিঙ্ক বডিকন ড্রেসের ছবি পোস্ট করে কিয়ারা ক্যাপশনে লেখেন, 'আজ রাতে আমি গোলাপী অনুভব করছি।' স্ত্রীয়ের ছবি দেখে বিগলিত নতুন বরও। অভিনেতা সিদ্ধার্থ মলহোত্র পোস্টে কমেন্ট করে লেখেন, 'আমাকেও গোলাপী রাঙিয়ে দাও'। সোশ্যাল মিডিয়ায় দুই 'লাভবার্ডস'-এমন ভালবাসা দেখে উচ্ছ্বসিত অনুরাগীরাও।