Jacqueline Fernandez: ‘বেবি গার্ল, সব রং ফিরিয়ে দেব তোমায়’, জেল থেকে ‘প্রেমপত্র’ পেলেন জ্যাকলিন
Sukesh Chandrashekhar: নিজের হাতে লেখা চিঠি প্রকাশ করেছেন সুকেশ। তাতে তাঁর পক্ষ তুলে ধরার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন যেমন, তেমনই জ্যাকলিনের প্রতি নিজের অনুভূতিও তুলে ধরেছেন নির্দ্বিধায়।
মুম্বই: তোলাবাজি মামলায় নাম জড়িয়ে প্রভূত ক্ষতি হয়েছে কেরিয়ারে। কিন্তু আপাতত রেহাই নেই অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez)। কারণ জেল থেকে এ বার তাঁর উদ্দেশে 'প্রেমপত্র' লিখলেন প্রতারক সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandrashekhar)। দোল উপলক্ষে ওই প্রেমপত্র সংবাদমাধ্যমে প্রকাশ করেছেন তিনি। তাতে দোলের শুভেচ্ছা জানানোর পাশাপাশি, জ্যাকলিনকে ভালবাসা জানিয়েছেন তিনি (Bollywood Updates)।
অভিনেত্রীর জন্য যতদূর যেতে হয় যাবেন বলে জানিয়েছেন সুকেশ
নিজের হাতে লেখা চিঠি প্রকাশ করেছেন সুকেশ। তাতে তাঁর পক্ষ তুলে ধরার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন যেমন, তেমনই জ্যাকলিনের প্রতি নিজের অনুভূতিও তুলে ধরেছেন নির্দ্বিধায়। চিঠির একটি অংশ জ্য়াকলিনকেই নিবেদন করেছেন তিনি। অভিনেত্রীর জন্য যতদূর যেতে হয় যাবেন বলে জানিয়েছেন। জ্যাকলিনকে যে ভালবাসেন, তা-ও জানিয়েছেন অকপটে।
চিঠিতে জ্যাকলিনকে 'বেবি গার্ল' বলে উল্লেখ করেছেন সুকেশ। সুকেশ লিখেছেন, 'চমৎকার মনের মানুষ, চিরসুন্দরী জ্যাকলিনকে হোলির শুভেচ্ছা জানাই। আজ, রংয়ের উৎসবে প্রতিজ্ঞা করছি, মলিনতা ঘুচিয়ে সব রং ফিরিয়ে দেব তোমাকে। একশো গুণ বেশি রং ফিরবে তোমার জীবনে। এই বছর তোমার জন্য অত্যন্ত জমকালো এবং উজ্জ্বল হবে, ঠিক আমার স্টাইলে। এটা আমি করে দেখাবই, তোমার প্রতি আমার দায়িত্বও। তুমি জানো যে, তোমার জন্য যতদূর যাওয়া সম্ভব, যাব আমি। আমার বেবি গার্ল, তোমাকে ভালবাসি'।
আরও পড়ুন: Ranbir Kapoor: মেয়ের সঙ্গে সময় কাটাতে চান, প্রত্য়াখ্য়ান করলেন একাধিক বিগবাজেট ছবির অফার
মিথ্যা পরিচয় দিয়ে প্রভাবশালী ব্যবসায়ীদের কাছ থেকে কয়েকশো কোটি টাকা তোলার অভিযোগ সুকেশের বিরুদ্ধে। সেই মামলায় নাম জড়িয়েছে জ্যাকলিনেরও। তোলাবাজির টাকায় সুকেশ জ্য়াকলিনকে দামি উপহার দিয়েছিলেন বলে অভিযোগ। এমনকি জ্যকলিনের পরিবারকেও আর্থিক সাহায্য করেছিলেন বলে উঠেছে দাবি। সেই মামলায় জামিন পর্যন্ত নিতে হয়েছে জ্য়াকলিনকে।
জ্যাকলিনের দাবি, তাঁকেও মিথ্যে পরিচয় দিয়েছিলেন সুকেশ। ধনী, ব্যবসায়ী পরিবারের ছেলে হওয়ার পাশাপাশি, রাজনৈতিক যোগও তুলে ধরেছিলেন সুকেশ। কিন্তু সুকেশ তোলাবাজ, তা জানতেন না তিনি। এই মামলায় অভিনেত্রী নোরা ফতেহি এবং চাহত খন্নার নামও জড়িয়েছে। তাঁদেরও সুকেশ মহার্ঘ উপহার দেন, এমনকি জেলে চাহত সুকেশের সঙ্গে দেখাও করতে যান বলে জানা গিয়েছে।
২০০ কোটি টাকা তছরুপের অভিযোগে সুকেশকে গ্রেফতার করে পুলিশ
দিল্লির মন্ডোলি জেলে রয়েছেন সুকেশ। সম্প্রতি সেখান থেকে আসা সিসিটিভি ফুটেজে সুকেশের জেলের কুঠুরি থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধারের ভিডিও সামনে আসে। ২০০ কোটি টাকা তছরুপের অভিযোগে সুকেশকে গ্রেফতার করে পুলিশ। গত মাসে নয়া একটি মামলাতেও তাঁকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রেলিগেয়ারের প্রাক্তন প্রোমোটার মলবিন্দর সিংহের স্ত্রীর থেকেও সুকেশ কয়েক কোটি টাকা তুলেছিলেন বলে অভিযোগ।