এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
শ্বাসকষ্টের কারণে জন্মের পরেই সন্তানকে রাখা হয় এনআইসিইউ-তে, ৩ দিন দেখতে পাননি, জানালেন পূজা বন্দ্যোপাধ্যায়
চতুর্থ দিন প্রথমবার সদ্যোজাত সন্তানের কাছে যাওয়ার সুযোগ পান এই অভিনেত্রী।
![শ্বাসকষ্টের কারণে জন্মের পরেই সন্তানকে রাখা হয় এনআইসিইউ-তে, ৩ দিন দেখতে পাননি, জানালেন পূজা বন্দ্যোপাধ্যায় Son was taken to the NICU right after delivery, informs Puja Banerjee শ্বাসকষ্টের কারণে জন্মের পরেই সন্তানকে রাখা হয় এনআইসিইউ-তে, ৩ দিন দেখতে পাননি, জানালেন পূজা বন্দ্যোপাধ্যায়](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/10/16035117/puja.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
মুম্বই: জন্মের পরেই কিছু শারীরিক সমস্যা দেখা দেওয়ায় তিনদিন এনআইসিইউ-তে রাখতে হয়েছিল ছেলেকে। চতুর্থ দিন প্রথমবার সদ্যোজাত সন্তানের কাছে যাওয়ার সুযোগ পান। এমনই জানালেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়।
সোশ্যাল মিডিয়ায় স্বামীর সঙ্গে ছেলেকে কোলে নিয়ে তোলা ছবি পোস্ট করে পূজা লিখেছেন, ‘আমাদের সন্তানকে আশীর্বাদ করায় সবাইকে ধন্যবাদ। গত কয়েকদিনে অনেককিছু হয়েছে। প্রথম দিনের কথাই আগে বলি। ৯ অক্টোবর সকালে আমরা হাসপাতালে পৌঁছে যাই। তার আগের রাতে উত্তেজনা, আনন্দ, উদ্বেগের চোটে ঘুম হয়নি। আমরা সন্তানকে পৃথিবীতে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছিলাম। চিকিৎসকের সঙ্গে কথা হয়েছিল, সন্তান জন্মের সময় আমার পাশে থাকবে স্বামী। কিন্তু করোনা পরিস্থিতিতে সেটা সম্ভব হয়নি। আমাকে একাই যেতে হয়। অস্ত্রোপচার শুরু হওয়ার কিছুক্ষণ পরেই প্রথমবার সন্তানের কান্না শুনতে পাই। এরপরেই ওকে পরিষ্কার করার জন্য নিয়ে যাওয়া হয়। তারপর কয়েক মুহূর্তের জন্য সন্তানের মুখ দেখতে পাই। আমাকে জানানো হয়, রিকভারি রুমে গিয়ে সন্তানকে দেখতে পাব। কিন্তু অস্ত্রোপচারের পর আমাকে জানানো হয়, শ্বাসকষ্ট শুরু হওয়ায় সন্তানকে এনআইসিইউ-তে নিয়ে যাওয়া হয়েছে। তিনদিন ধরে অপেক্ষা করার পর অবশেষে চতুর্থ দিন প্রথমবার আমার কাছে দেওয়া হয় ছেলেকে। তিনটে দিন যে আমার কীভাবে কেটেছে, তা বলে বোঝাতে পারব না।’
এ বছরের মার্চে রেজিস্ট্রি করেন পূজা ও কুণাল বর্মা। এপ্রিলে তাঁদের বিয়ের অনুষ্ঠান করার পরিকল্পনা ছিল। কিন্তু লকডাউনের জেরে সেই পরিকল্পনা বাতিল করতে হয়। অগাস্টে গর্ভাবস্থার কথা জানান পূজা। এরপর তিনি মা হলেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ক্রিকেট
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)