এক্সপ্লোর
Advertisement
ভিডিও দেখুন: কেন ফুঁপিয়ে কেঁদে ফেললেন শ্রীদেবী?
মুম্বই: অভিনেত্রীই হোন বা সাধারণ গৃহবধূ। মাতৃস্নেহ মহিলাদের অন্তরে ফল্গুধারার মতোই নিরন্তর বয়ে চলে।ব্যতিক্রম নন শ্রীদেবী। মেয়ের কথা ভেবে কেঁদে ফেললেন বলিউড অভিনেত্রী। সেই মেয়ে আবার পর্দার।
শ্রীদেবীর ‘মম’ সিনেমা বক্স অফিসে ভালো সাফল্য পেয়েছে। তিনদিনেই ১৪.৪০ কোটি টাকার ব্যবসা হয়েছে। শ্রীদেবীর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। সিনেমায় তাঁর মেয়ের ভূমিকায় রয়েছেন সেজল আলি ও আদনান সিদ্দিকি। এই দুজনের অভিনয় নিয়েও আপ্লুত দর্শকরা।
সিনেমার শ্যুটিংয়ের সময় অনস্ক্রিন মেয়ে সেজলের সঙ্গে একটা আন্তরিক সম্পর্ক গড়ে উঠেছিল শ্রীদেবীর। নিজের মেয়ের মতোই স্নেহ করতেন সেজলকে। এবার সেজলের কথা বলতে গিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠলেন শ্রীদেবী। এই ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। ২৩ বছরের পাকিস্তানি অভিনেত্রী সেজল এই ভিডিওটি তাঁর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছিলেন।
ভিডিও-তে শ্রীদেবী ‘মম’ সিনেমায় আদনান ও সেজলের অভিনয়ের প্রশংসা করতে শোনা গিয়েছে। এরপর তিনি বলেন, ‘সেজল আমার মেয়ে। আমি তোমাকে খুব ভালোবাসি। বুঝতে পারছি না, এত আবেগপ্রবণ হয়ে পড়ছি কেন। যেভাবে তোমরা ফিল্মে কাজ করেছ তা অসাধারণ। তোমাদের ছাড়া এই সিনেমার কথা ভাবতেও পারি না। তোমাদের সবাইকে দারুন মিস করছি’।
ভিডিওটি পোস্ট করে সেজল লিখেছেন, আমি চোখের জল ধরে রাখতে পারিনি। কী বলব ভেবে পাচ্ছি না।
আসলে গত বছর উরি হামলার পর কয়েকটি রাজনৈতিক দলের বিরোধিতায় পাক শিল্পীদের ভারতে নিষিদ্ধ করা হয়েছে। এই কারণেই ‘মম’-এর প্রোমশনে আসতে পারেননি সেজল ও আদনান।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement