'Ahana': লেখিকার চরিত্রে সুদীপ্তা, বিপরীতে জয় সেনগুপ্ত, প্রমিতা ভৌমিকের পরিচালনায় আসছে 'অহনা'
New Movie: 'অহনা' ছবির পরিচালক প্রমিতা ভৌমিক। এটি পরিচালকের প্রথম ফিচার ফিল্ম। ছবির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ রচনা করেছেন তিনি নিজেই। এর আগে একাধিক স্বল্প দৈর্ঘ্যের ছবি পরিচালনা করেছেন তিনি।
কলকাতা: প্রমিতা ভৌমিকের (Promita Bhowmik) পরিচালনায় এবার পর্দায় সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty), জয় সেনগুপ্ত (Joy Sengupta)। ছবির নাম 'অহনা' (Ahana)। কলকাতার এক লেখিকা, অহনার জীবনের গল্প বলবে এই ছবি।
'অহনা' ছবির গল্প এক ঝলকে
কলকাতা শহরের একজন লেখিকার জীবনের গল্প বলবে এই ছবি। লেখিকার নাম অহনা। ছবির নামও 'অহনা'। এই ছবিতে দেখা যায় অহনার জীবনের কয়েকটা দিন। প্রসঙ্গক্রমে উঠে আসে তার লেখকজীবন ও ব্যক্তিজীবন। 'মহিলা লেখক' হিসাবে তার সাফল্য এবং এই সাফল্য দাম্পত্য জীবনে কীভাবে প্রভাব ফেলেছে তা সবটাই জানা যাবে।
পুরুষতান্ত্রিক সমাজের বিভিন্ন 'নিষেধাজ্ঞা' ও বেশ কিছু স্পর্শকাতর বিষয়কে খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে এই ছবিতে। সম্পর্কের বিভিন্ন স্তর ও তার অন্দরের দ্বন্দ্ব, টানাপোড়েন এই ছবিতে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে থাকবে। অহনা ছাড়া এই ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রগুলি হল, অহনার স্বামী রুদ্রনীল, শ্বশুরমশাই বিমলেন্দু, তার ছোটোবেলার বন্ধু আদিত্য।
'অহনা' ছবির পরিচালক প্রমিতা ভৌমিক। এটি পরিচালকের প্রথম ফিচার ফিল্ম। ছবির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ রচনা করেছেন তিনি নিজেই। এর আগে একাধিক স্বল্প দৈর্ঘ্যের ছবি পরিচালনা করেছেন তিনি। সেগুলি দেশ বিদেশের বিভিন্ন বিখ্যাত চলচ্চিত্র উৎসবে সম্মানিত ও পুরস্কৃত হয়েছে। তিনি নিজেও একজন সম্মানিত লেখিকাও বটে। তাঁর লেখা দশটি বই রয়েছে। তাঁর প্রথম শর্টফিল্মের নাম 'পরিচয়'। যেখানে অভিনয় করেছিলেন সুদীপ্তা চক্রবর্তী ও কনীনিকা বন্দ্যোপাধ্যায়। একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয় এই ছবি।
View this post on Instagram
আরও পড়ুন: Bigg Boss 17: স্ত্রীকে 'চড়' মারতে উদ্যত ভিকি জৈন, ভাইরাল মুহূর্ত প্রসঙ্গে মুখ খুললেন অঙ্কিতার মা
এই ছবির ব্যাপারে এবিপি লাইভকে পরিচালক বলেন, 'প্রথম ফিচার ফিল্ম তৈরি করার অভিজ্ঞতা এক কথায় বলা কঠিন। আসলে এই অভিজ্ঞতার পথটাই ভীষণ কঠিন। একটা ভাল লাগার অনুভূতি অবশ্যই আছে। তবে তার সঙ্গে রয়েছে একটা দীর্ঘ লড়াই। কারণ আমার ছবির কোনও প্রোডিউসার ছিল না। আমি একেবারে নিজের চেষ্টায় অনেকখানি ঝুঁকি নিয়ে ছবিটা করার চেষ্টা করছি। ছবি মুক্তি পেতে এখনও বেশ কিছুটা দেরি আছে। শ্যুটিং প্রায় শেষের দিকে। খুব কষ্ট করে অর্থ জোগাড় করে এখানকার নিয়ম নীতি মেনে কাজ করছি আমি। সম্পূর্ণ অর্থ সংগ্রহ করে কাজটা ভালভাবে শেষ করার চেষ্টা করছি। তারপর ফেস্টিভ্যাল রাউন্ড শেষ হলে এখানে মুক্তি পাবে 'অহনা'।'
ছবিতে অহনার চরিত্রে অভিনয় করছেন সুদীপ্তা চক্রবর্তী, রুদ্রনীলের চরিত্রে দেখা যাবে জয় সেনগুপ্তকে, বিমলেন্দুর চরিত্রে সৌম্য সেনগুপ্ত, আদিত্যর চরিত্রে নবাগত প্রিয়ব্রত সেন সরকার অভিনয় করেছেন। এছাড়াও ছবিতে রয়েছেন সেঁজুতি রায় মুখোপাধ্যায়, সুকৃতি লহরী, পায়েল রক্ষিত প্রমুখ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।