Bigg Boss 17: স্ত্রীকে 'চড়' মারতে উদ্যত ভিকি জৈন, ভাইরাল মুহূর্ত প্রসঙ্গে মুখ খুললেন অঙ্কিতার মা
Ankita-Vicky: ঝগড়া কথা কাটাকাটির মাঝে জামাই ভিকি জৈন নাকি মেয়ে অঙ্কিতা লোখাণ্ডেকে চড় মারতে যাচ্ছিলেন। ভাইরাল সেই মুহূর্ত প্রসঙ্গে অঙ্কিতার মা বন্দনা লোখাণ্ডে কী বললেন?
নয়াদিল্লি: চলছে 'বিগ বস ১৭' (Bigg Boss 17)। সলমন খানের (Salman Khan) সঞ্চালনায় এবারের সিজনের আকর্ষক প্রতিযোগীদের অন্যতম অঙ্কিতা লোখাণ্ডে (Ankita Lokhande) এবং তাঁর স্বামী ভিকি জৈন (Vicky Jain)। প্রায়ই তাঁদের কাণ্ডকারখানা, শিরোনামে আনে জুটিকে। এবার শোনা যাচ্ছে, কিছুদিন আগে, কথা কাটাকাটি হতে হতে স্ত্রী অঙ্কিতাকে চড় মারতে উদ্যত হয়েছিলেন ভিকি। ভাইরাল হওয়া সেই ঘটনা প্রসঙ্গে এবার মুখ খুললেন অভিনেত্রীর মা বন্দনা লোখাণ্ডে।
চড় মারতে গিয়েছিলেন স্ত্রীকে? জামাইয়ের কীর্তিতে কী প্রতিক্রিয়া অঙ্কিতার মায়ের?
ঝগড়া কথা কাটাকাটির মাঝে জামাই ভিকি জৈন নাকি মেয়ে অঙ্কিতা লোখাণ্ডেকে চড় মারতে যাচ্ছিলেন। ভাইরাল সেই মুহূর্ত প্রসঙ্গে অঙ্কিতার মা বন্দনা লোখাণ্ডে কী বললেন? বন্দনা দেবীর কথায় গোটা পরিস্থিতিকে ভুল বোঝা হয়েছে। তিনি এও জানান যে ভিকি কোনওদিনই স্ত্রীয়ের গায়ে হাত তুলবেন না, কারণ তাঁরা 'আদুরে দম্পতি'।
চড় বিতর্কে অঙ্কিতা লোখাণ্ডের মায়ের প্রতিক্রিয়া
এক সংবাদ সংস্থার তরফে অঙ্কিতা লোখাণ্ডের মাকে জিজ্ঞেস করা হয় 'বিগ বস'-এর বাড়ির অন্দরে ঘটে যাওয়া ওই ভাইরাল ঘটনা প্রসঙ্গে। পরবর্তীকালে তাঁর প্রতিক্রিয়া প্রকাশ্যে আনা হয়। অভিনেত্রীর মাকে বলতে শোনা যায়, 'একেবারে ভুল ওটা। কারণ আমি ভিকিকে চিনি। আমার সঙ্গেই থাকে ওঁরা। সেই কারণে আমি ওঁদের খুব ভাল করে চিনি। এটা একেবারে ভুল। ওরকম কোনও ঘটনাই ঘটেনি। ওঁরা যথেষ্ট আদুরে দম্পতি এবং ওঁরা একে অপরকে ভালবাসার মতো মানুষ পেয়েছে।'
ঠিক কী ঘটেছিল 'বিগ বস'-এর বাড়িতে?
ঘটনার সূত্রপাত গত সপ্তাহে। 'বিগ বস'-এর বাড়িতে খাবার-দাবার নিয়ে অপর প্রতিযোগী অভিষেক কুমারের সঙ্গে ঝগড়াঝাঁটি শুরু হয় ভিকির। তাঁদের মাঝে কথা বলে সামাল দেওয়ার চেষ্টা করেন অঙ্কিতা। সেই সময়েই আরও বিরক্ত হয়ে ওঠেন ভিকি এবং অঙ্কিতার গায়ে হাত তুলতে যান। স্বামীর এহেন আচরণে কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যান অভিনেত্রী। এই ভিডিও প্রকাশ্যে আসতেই তাঁর আচরণের জন্য সোশ্যাল মিডিয়ায় সমালোচনার শিকার হন ভিকি।
আরও পড়ুন: Isha Koppikar Divorce: ১৪ বছরের দাম্পত্যে ইতি টানলেন অভিনেত্রী ইশা কোপিকর, খবর সূত্রের
'বিগ বস'-এর এই সিজনের শুরু থেকেই নানা কারণে ভিকি ও অঙ্কিতাকে ঝগড়া করতে দেখা গেছে। নভেম্বর মাসের এক পর্বে, অঙ্কিতা ও ভিকিকে তাঁদের মায়েদের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হয়। ভিকি ও অঙ্কিতার ঝগড়া নিয়ে তীব্র ক্ষোভপ্রকাশ করেন ভিকির মা। তাঁকে বলতে শোনা যায়, 'তোমাদের বাড়িতে কখনও ঝগড়া হল না। বলো, অঙ্কিতা লাথি মারছে, চপ্পল ছুঁড়ছে।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।