প্রশ্নটি গুরুত্ব পাচ্ছে এই কারণে যে-- এর আগে সেফ আলির কন্যা সারা এবং শ্রীদেবীর কন্যা জাহ্নবীকেও একইভাবে জিমে আসতে দেখা যেত। এখন দুজনই অভিনয়ের জগতে প্রবেশ করেছেন।
2/9
প্রশ্ন জাগতে শুরু করেছে যে, হয়ত সুহানাকে সিনেমায় লঞ্চ করার ভাবনাচিন্তা রয়েছে শাহরুখের।
3/9
সেই ছবি দেখে অনেকের মনে প্রশ্ন জাগতে শুরু করেছে।
4/9
তবে, সাম্প্রতিককালে প্রায়ই বাবা শাহরুখ খান ও মা গৌরীর সঙ্গে দেখা গিয়েছে তাঁকে।
5/9
তবে, সুহানা নিজেকে লাইমলাইট থেকে দূরে রাখতেই পছন্দ করেন।
6/9
তারকা-সন্তানদের এধরনের ছবি প্রায়ই দেখা যায়।
7/9
সুহানা যখন জিমে যাচ্ছিলেন, তখন এই ছবি তোলা হয়েছে।
8/9
সুহানার এই ছবি মুম্বইতে তোলা হয়েছে।
9/9
ছবিতে দেখা যাচ্ছে বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানের কন্যা সুহানাকে।