Bollywood News: ১৮ বছর বয়সে বিয়ে, ১ বছরের মধ্যেই বিচ্ছেদ! এখন সুখে সংসার করছেন এই গায়িকা
Bollywood Unknown Story: সদ্যই ফারাহ খান তাঁর পডকাস্ট চ্যানেলের জন্য পৌঁছে গিয়েছিলেন সুনিধি চৌহানের বাড়িতে। সেখানে ঋতেশ সোনিকের সঙ্গে সম্পর্কের কথা উঠে আসে

কলকাতা: তিনি তাঁর অনুরাগীদের হার্টথ্রব। বয়স তাঁর কাছে সংখ্যামাত্র। এখনও তিনি সুরে সুরে জমিয়ে দিতে পারেন মঞ্চ। কিন্তু তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে জানেন, এমন মানুষ খুব কমই রয়েছেন। তিনি নিজেও অবশ্য নিজের ব্যক্তিগত জীবন নিয়ে তেমন মুুখ খোলেন না। কাজ নিয়ে কথা বলতেই ভালবাসেন তিনি। তবে অনেকেই জানেন না, সুনিধি চৌহান বিবাহিত। তাঁর স্বামীর নাম ঋতেশ সোনিক (Hitesh Sonik)। একটি রেকর্ডিং স্টুডিওতেই আলাপ হয় ঋতেশ সোনিক আর সুনিধি চৌহানের। ধীরে ধীরে সেই বন্ধুত্ব গড়ায় প্রেমে।
সদ্যই ফারাহ খান তাঁর পডকাস্ট চ্যানেলের জন্য পৌঁছে গিয়েছিলেন সুনিধি চৌহানের বাড়িতে। সেখানে ঋতেশ সোনিকের সঙ্গে সম্পর্কের কথা উঠে আসে। ফারাহ খান জানতে চান, কেন সুনিধি ঋতেশ সোনিককে বিয়ে করেছিলেন? কারণ ঋতেশ সোনিকের সঙ্গে সুনিধি চৌহানের স্বভাবের একেবারেই মিল নেই। এই বিষয়ে সুনিধি চৌহান বলেন, বিষয়টি একেবারেই পরিকল্পনামাফিক ছিল না। গান গাইতে গিয়ে একটি স্টুডিওতে আমাদের আলাপ হয়। সেখান থেকে তাঁদের প্রথমে বন্ধুত্ব হয় ও তারপরে প্রেম। ঋতেশ সোনিক নাকি স্নেহ করতেন সুনিধিকে। তাঁকে গানের বিভিন্ন বিষয়ে সাহায্য করতেন। সেখান থেকেই তাঁদের প্রেমের শুরু। এদিন ফারহার সঙ্গে কেরিয়ারের বিভিন্ন বিষয় নিয়েও কথা হয় সুনিধির।
প্রসঙ্গত, সুনিধি চৌহান এর আগেও একবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ববি খানের সঙ্গে। সেই সময়ে সুনিধি চৌহানের বয়স ছিল মাত্র ১৮ বছর। ২০০২ থেকে মাত্র ২০০৩ পর্যন্ত ছিল তাঁদের এই সম্পর্ক। এরপরে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এরপরে দীর্ঘদিন বিয়ে করেননি, এমনকি প্রেমের সম্পর্কেও জড়াননি সুনিধি। শেষে, ২০১২-তে তিনি ঋতেশ সোনিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২০ সালে একবার শোনা গিয়েছিল, সুনিধির দ্বিতীয় বিয়ে ও নাকি ভাঙবার পথে? এক ছাদের তলায় নাকি থাকতে পারছেন না সুনিধি আর ঋতেশ? তবে সেই সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে সুনিধি ও ঋতেশ জানিয়েছিলেন, তাঁরা এখনও এক ছাদের তলাতেই থাকছেন।
২০১৮ সালে সুনিধি চৌহান মা হন। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন তাঁদের মা বাবা হওয়ার খবর। পুত্রসন্তানের জন্ম দিয়েছিলেন সুনিধি। এখন কেরিয়ারের পাশাপাশি, স্বামী ও সন্তানকে নেই ভালই সংসার করছেন তিনি। পাশাপাশি, নিজের মতো করে গুছিয়ে নিয়েছেন কেরিয়ার ও।






















