এক্সপ্লোর
বড়-বড় স্যুটকেস নিয়ে গাড়ি চড়ে কোথায় উধাও রিয়া চক্রবর্তী?
খোঁজ নেই সুশান্ত সিংহ রাজপুতের সেই বান্ধবীর। জানা গেছে, নীল রঙের একটি গাড়িতে সপরিবারে রওনা দেন রিয়া। সঙ্গে ছিল বড়-বড় স্যুটকেস।

মুম্বই: অন্তরাল থেকেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায় সুবিচার চেয়ে ভিডিও বার্তা দিয়েছিলেন রিয়া চক্রবর্তী। কিন্তু কোথায় অভিনেত্রী? এখনও অধরা তিনি। এরই মধ্যে সামনে এল চাঞ্চল্যকর খবর। এক সংবাদমাধ্যম সূত্রে খবর, পুলিশের ভয়ে মাঝরাতে মা ও ভাইকে নিয়ে নিজের ফ্ল্যাট ছেড়েছেন রিয়া । ওই আবাসনের সুপারভাইজারের সূত্রে এই খবর জানা গিয়েছে। তারপর থেকেই আর খোঁজ নেই রিয়ার। সেই ঘটনার পর কেটে গেছে তিনদিন। এখনও খোঁজ নেই সুশান্ত সিংহ রাজপুতের সেই বান্ধবীর। জানা গেছে, নীল রঙের একটি গাড়িতে সপরিবারে রওনা দেন রিয়া। সঙ্গে ছিল বড়-বড় স্যুটকেস। ২৮ জুলাই পটনার রাজীবনগর থানায় রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন সুশান্তের বাবা কে কে সিংহ। তারপর খোঁজ পাওয়া যায়নি তাঁর। যদিও অজানা জায়গা থেকেই ভিডিও বার্তা দেন অভিনেত্রী রিয়া। শেষে বলেন, 'সত্যমেব জয়তে'।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















