এক্সপ্লোর
Advertisement
২৯ জুন থেকে সুশান্ত এই কাজগুলি করতে চেয়েছিলেন, কিন্তু হল না... প্ল্যানিং-বোর্ডের ছবি শেয়ার করলেন দিদি
সুশান্তের হোয়াইট বোর্ড। ২৯ জুন থেকে ওয়ার্কআউট আর ট্রানসেনডেনটাল মেডিটেশন করতে চেয়েছিলেন তিনি। কিন্তু...
নয়াদিল্লি: মৃত্যুর ইচ্ছে ছিল না। অন্তত তাই বলছে, সুশান্তের হোয়াইট বোর্ড। তাতে লেখা ছিল আগামীর পরিকল্পনা। যেখানে তিনি লিখে রেখেছিলেন মেডিটেশন শুরু করার ইচ্ছের কথা। ভেবেছিলেন, ভাল-ভাল ছবি দেখবেন, আর গিটার বাজানোটাও শিখবেন। আর এসবই তিনি শুরু করতে চেয়েছিলেন ২৯ জুন থেকে। কিন্তু তিনি আর বেঁচেই রইলেন না সেই দিনটি অবধি। সুশান্তের এই হোয়াইট বোর্ডের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন দিদি শ্বেতা কীর্তি।
ছবি পোস্ট করে তিনি লিখেছেন, এই হল ভাইয়ের হোয়াইট বোর্ড। ২৯ জুন থেকে ও ওয়ার্কআউট আর ট্রানসেনডেনটাল মেডিটেশন করতে চেয়েছিল। এর মানে, ওর ভবিষ্যৎ পরিকল্পনা ছিল।
সঙ্গে লেখেন #Justiceforsushantsinghrajput
সুশান্ত ছিলেন শিবভক্ত। মনের জোর পেতে মহাদেবের কাছে প্রার্থনা করতেন তিনি। সুশান্তের দিদির সৌজন্যে তেমন ছবিও এসেছে প্রকাশ্যে। সেখানে সুশান্তকে গাইতে দেখা যাচ্ছে, জয় শিব শম্ভু - গান। এই পোস্টে শ্বেতা লেখেন, " আমার মনে হয় প্রত্যেকে ভগবান শিবের পুজো করুন। উনি আমাদের সত্যের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন, লড়াই করার শক্তি দিন।' সেই সঙ্গে হ্যাশট্যাগ ব্যবহার করেন, #letspraytogether #harharmahadev #SatyamevaJayate #JusticeforSushantSingRajput
এর আগে শ্বেতা সুশান্তের সঙ্গে তাঁর হোয়াটসঅ্যাপ কথোপকথন প্রকাশ্যে আনেন। মৃত্যুর ঠিক ৪ দিন আগের সেই মেসেজ-আলাপে সুশান্ত লেখেন, "খুব মন চায় তোমার কাছে যেতে।"
সুশান্তের প্রাক্তন বান্ধবী অঙ্কিতাও দাবি করেন, সুশান্ত খুব অনুপ্রেরণাদায়ক ছেলে। তিনি কখনও আত্মহত্যা করতেই পারেন না। সুশান্ত ডায়েরিতে লিখে রাখতেন নিজের পরিকল্পনার কথা। তা পূরণও করতেন। কিন্তু হোয়াইট বোর্ডের পরিকল্পনা সফল হল কই!
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
Advertisement