Recruitment Scam:এবার CBI-র হাতে গ্রেফতার কালীঘাটের কাকু।সিডেন্সি জেল থেকে 'শোন অ্যারেস্ট' দেখাল CBI
ABP Ananda Live: এবার সিবিআইয়ের হাতে গ্রেফতার 'কালীঘাটের কাকু'। প্রেসিডেন্সি জেল থেকে 'শোন অ্যারেস্ট' দেখাল সিবিআই। জেল থেকে আদালতে ভার্চুয়ালি সুজয়কৃষ্ণ ভদ্রের হাজি । নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় জামিন, সিবিআইয়ের হাতে গ্রেফতার । সিবিআই গ্রেফতার দেখাতেই জামিনের আবেদন আইনজীবীর । হেফাজতে চেয়ে ব্যাঙ্কশাল আদালতে আবেদন সিবিআইয়ের।
বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের আঁচ এবার সংসদে। বাংলাদেশে হিন্দুদের ওপর লাগাতার হামলার পরও কী করছে মোদি সরকার? সংসদের ভিতরে ও বাইরে সোমবার এই প্রশ্ন তুলে সুর চড়িয়েছিল কংগ্রেস। এরপর মঙ্গলবারও প্রিয়ঙ্কা গাঁধীর নেতৃত্বে সংসদ ভবনের গেটে বিক্ষোভ দেখান কংগ্রেস সাংসদরা। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনায় বিচারের দাবি জানায় কংগ্রেস। কংগ্রেস সাংসদদের হাতে জুটের ব্যাগে লেখা ছিল স্লোগান। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে যোগ দেন অন্য বিরোধীদলের সাংসদরাও।
প্রিয়ঙ্কা গাঁধীর নেতৃত্বে হাতে প্ল্যাকার্ড নিয়ে, কাঁধে বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর বার্তা লেখা ব্যাগ নিয়ে বিক্ষোভ দেখান কংগ্রেস সাংসদরা। ব্যাগের দুদিকে হিন্দি ও ইংরাজিতে লেখা, 'বাংলাদেশের হিন্দু ও খ্রিস্টানদের পাশে দাঁড়ান'। পাশাপাশি নিজের এক্স হ্যান্ডলে তিনি পোস্ট করেছেন, ‘’অয়ম নিজঃ পরো বেতি গণনা লঘুচেৎসম। উদারচরিত্রানাং তু বসুধৈব কুটুম্বকম।’’