কলকাতা: সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji)-র সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাঁর.. ছবির চিত্রনাট্য লিখে হামেশাই তাঁকে পাঠান পরিচালক। ঠিক সেভাবেই ২০২১ সালে পাঠিয়েছিলেন 'টেক্কা' (Tekka)-র চিত্রনাট্য। সেই সময়ে, চিত্রনাট্য পরে নিজেকে অন্য চরিত্রের জন্য ভেবেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। পরবর্তীতে, সেই ছবি যখন বাস্তবায়িত হয়.. স্বস্তিকা মুখোপাধ্যায়কে কেন অন্য চরিত্রে ভেবেছিলেন সৃজিত মুখোপাধ্যায়? 'টেক্কা'-তে স্বস্তিকার চরিত্রটা ঠিক কেমন? এবিপি লাইভ বাংলায় (ABP Live Bangla)-তে 'টেক্কা' আর 'টেক্কা'-র ইরার চরিত্র নিয়ে কথা বললেন স্বস্তিকা মুখোপাধ্যায়। 


কীভাবে 'টেক্কা'-র অফার এসেছিল স্বস্তিকার কাছে? অভিনেত্রী বলছেন, 'সৃজিতের সঙ্গে আমার সম্পর্কটাই তেমন না যে ও আমায় ফোন করে চরিত্র অফার করবে। সৃজিত এমনই কোনও চিত্রনাট্য লিখলে আমায় পাঠায়.. আমি পড়ে মতামত দিই। যে চরিত্রটা আমায় বেশি মন দিয়ে পড়তে বলে, পড়ি। এভাবেই আমার কাছে 'টেক্কা'-র চিত্রনাট্যটা এসেছিল ২০২১ সালে। তখন মনে হয়েছিল, আমি মায়ার চরিত্রটা করব। পরে যখন দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের সঙ্গে এই কাজটি করার কথা হয়, শুনলাম রুক্মিণী মায়ার চরিত্রটা করছে। আমার মনে হয়েছিল ও আমার থেকে অনেক বেশি ফিট। কাজেই ওকে বেশি ভাল মানাবে।'


আরও পড়ুন: Ranjit Mallick on Durga Puja: পুজো হবে, উৎসব নয়, ১০০ বছরে প্রথমবার বন্ধ থাকবে রঞ্জিত মল্লিক-কোয়েলদের বাড়ির দরজা


ইরার চরিত্রে সৃজিত কেন বেছেছিলেন স্বস্তিকাকে? অভিনেত্রী বলছেন, 'ইরা একটা অন্যরকম মা। যখন 'টেক্কা' নিয়ে সৃজিতের সঙ্গে আলোচনা হচ্ছে, ও আমায় বলেছিল, 'তুমি এই মায়ের চরিত্রটা এক্কেবারে সঠিকভাবে করতে পারবে। আসলে অনেকদিন ধরে পরিচিতি থাকার কারণে আমার মধ্যে যে মাতৃৃসত্তা রয়েছে, সন্তানকে নিয়ে যে আবেগ রয়েছে সেটা ও স্বচক্ষে দেখতে পেয়েছিল। ও ভেবেছিল ওই মাতৃসত্ত্বাকে জাগাতে পারলেই ইরাটা হয়ে যাবে। আমার মনে হয়েছিল, পরিচালকেরও মনে হয়েছিল আমার থেকে ভাল ইরাটা কেউ করতে পারবে না। 'নিখোঁজ'-এ আমি পুলিশের চরিত্র একবার করে ফেলেছি। আমার মনে হয়েছিল ইরা এক অন্য ধরণের মা। আমার কাছে নতুন একটা চ্যালেঞ্জ ছিল ইরা। আশা করি দর্শকদের ভাল লাগবে।'


আরও পড়ুন: Swastika on Kunal Ghosh: 'উনি জানেন না সিনেমায় কীভাবে কাজ হয়', কুণাল ঘোষকে পাল্টা কটাক্ষ স্বস্তিকার


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।