Dipika Kakar: 'আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে', অভিনয় ছাড়ার প্রসঙ্গে বললেন 'সসুরাল সিমর কা' অভিনেত্রী দীপিকা
Dipika Kakar Update: সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে বলতে শোনা যায় যে তিনি অভিনয় ছাড়ার কথা ভাবছেন, তার বদলে পরিবার ও সন্তানকেই সময় দেবেন। তবে এই সাক্ষাৎকার অভিনেত্রীর নজরে পড়তেই তিনি শুধরে দেন।

নয়াদিল্লি: জীবনের নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছেন টেলি অভিনেত্রী দীপিকা কক্কর (Dipika Kakar)। মা হতে চলেছেন তিনি। এই আবহে একটি বিশেষ ঘোষণার মাধ্যমে অনুরাগীদের চমকে দিয়েছিলেন তিনি। এক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা যায় অভিনয় (quit acting) ছেড়ে মাতৃত্বে মনোনিবেশ করতে চান তিনি। কিন্তু এখন শোনা যাচ্ছে, অভিনেত্রীর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছিল। অভিনয় ছাড়ার কোনও বাসনা নেই, পরিষ্কার জানালেন দীপিকা।
অভিনয় ছাড়ার কোনও পরিকল্পনা নেই, জানালেন দীপিকা কক্কর
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে বলতে শোনা যায় যে তিনি অভিনয় ছেড়ে দেওয়ার কথা ভাবছেন, আর তার বদলে পরিবার ও সন্তানকেই সময় দেবেন। তবে এই সাক্ষাৎকার অভিনেত্রীর নজরে পড়তেই তিনি শুধরে দেন। তাঁর কথায়, অন্তঃসত্ত্বাকালীন এই সময় তিনি খুবই উপভোগ করছেন এবং আপাতত তিনি বিরতিতে আছেন। এক বিনোদন পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, 'আমি সবেমাত্র খবর দেখলাম যে আমি নাকি অভিনয়ের কেরিয়ার ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আসলে পুরনো এক সাক্ষাৎকার থেকে আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। তো আমি কেবল পরিষ্কার করে দিতে চাই যে এমন কোনও পরিকল্পনা আমার নেই। আমি সবসময়েই গৃহবধূ হতে চেয়েছিলাম। শোয়েব অফিস যাবে এবং আমি ওঁকে জলখাবার বানিয়ে দেব, বাড়ির খেয়াল রাখব। কিন্তু তার মানে এটা নয় যে আমি আর কখনও কাজ করতে চাই না। (হাসি)। হতে পারে আমি হয়তো আগামী চার পাঁচ বছর কাজ করলাম না বা এমনও হতে পারে যে খুব শীঘ্রই কোনও দুর্দান্ত অফার পেলাম আর আমি সেটা নিয়েও নিলাম। এমনও হতে পারে যে আমার প্রথম চার পাঁচ বছর নিজের সন্তানের জন্যই রাখলাম। তবে সবকিছুই আমি বলতে পারব সন্তানের আগমনের পর।'
আরও পড়ুন: Bad Cholesterol: ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমানোর জন্য কী কী খেতে পারেন? রইল তারই তালিকা
প্রসঙ্গত, সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান যে তিনি আর কাজ করতে চান না, বরং এখন তিনি 'গৃহবধূ ও মা' হয়েই থাকতে চান। এক সংবাদ সংস্থা সূত্রে খবর, অভিনেত্রী বলেন, 'আমি এই অন্তঃসত্ত্বাকালীন সময় খুবই উপভোগ করছি এবং প্রথম সন্তানের জন্য উত্তেজিত। এই উত্তেজনাটা অন্য পর্যায়ের। আমি খুব অল্প বয়সে কাজ করা শুরু করি এবং টানা ১০-১৫ বছর একনাগাড়ে কাজ করেছি। আমার অন্তঃসত্ত্বা হওয়ার পর আমি শোয়েবকে বলি যে আমি আর কাজ করতে চাই না এবং অভিনয় ছেড়ে দিতে চাই। আমি একজন গৃহবধূ ও মা হিসেবে জীবন কাটাতে চাই।' তবে এই কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে দাবি অভিনেত্রীর।






















