কলকাতা: দীর্ঘ সময় দেশ ও বিদেশের প্রেক্ষাগৃহে রমরম করে চলেছে শাহরুখ খান, দিপীকা পাড়ুকোন ও জন আব্রাহাম অভিনীত ছবি 'পাঠান'। ওটিটিতেও দর্শক ইতিধ্য়েই দেখে ফেলেছ এই ছবি। এবার প্রকাশ্য়ে এল নতুন খবর। জানা যাচ্ছে, আগামী ১২মে বাংলাদেশে মুক্তির অপেক্ষায় শাহরুখ-দীপিকার এই ছবি। বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের 'দ্য কেরালা স্টোরি' ( The Kerala Story ) ছবি নিয়ে বিতর্ক চলছেই। যা মূলত লভ্ জিহাদ এর উপর নির্মিত। আর এবার এই ছবি নিয়ে প্রকাশ্য়ে এল নতুন তথ্য়। এই ছবির মুক্তির পর স্থগিতাদেশ জারি করতে অস্বীকার করল কেরালা হাইকোর্ট। কোর্টের তরফে বলা হয়েছে, ছবিটিতে দেখানো হয়েছে "সত্য ঘটনা দ্বারা অনুপ্রাণিত"। ফলে এই ছবিতে নিষেধাজ্ঞা দেওয়ার প্রয়োজন নেই। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন।
প্রকাশ্য়ে এল 'জওয়ান' মুক্তির তারিখ
শাহরুখ খানের ছবি 'জওয়ান' নিয়ে প্রথম থেকেই দর্শকের উন্মাদনা ছিল তুঙ্গে। ২রা জুন মুক্তি পাওয়ার কথা থাকলেও বিশেষ কিছু কারণে পিছিয়ে গেছিল ছবি মুক্তি। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট সূত্রে খবর ছিল, এই ছবির ট্রেলার এখনও মুক্তি পায়নি। তাই ছবির মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ছবির টিমের তরফে। পাশাপাশি, জানাযাচ্ছিল ২৯শে জুন মুক্তি পেতে পারে এই ছবি। তবে সব জল্পনার অবসান করে অবশেষে প্রকাশ্য়ে এল ছবি মুক্তির তারিখ। জানাযাচ্ছে আগামী ২৫শে আগস্ট বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।
১২মে বাংলাদেশে মুক্তি পাচ্ছে শাহরুখ-দীপিকার 'পাঠান'
দীর্ঘ সময় দেশ ও বিদেশের প্রেক্ষাগৃহে রমরম করে চলেছে শাহরুখ খান, দিপীকা পাড়ুকোন ও জন আব্রাহাম অভিনীত ছবি 'পাঠান'। ওটিটিতেও দর্শক ইতিধ্য়েই দেখে ফেলেছ এই ছবি। এবার প্রকাশ্য়ে এল নতুন খবর। জানা যাচ্ছে, আগামী ১২মে বাংলাদেশে মুক্তির অপেক্ষায় শাহরুখ-দীপিকার এই ছবি। এপ্রসঙ্গে, যশ রাজ ফিল্মসের নেলসন ডি’সুজা এক বিবৃতিতে বলেছেন, “সিনেমা সর্বদাই জাতি, এবং সংস্কৃতির মধ্যে ঐক্যবদ্ধ শক্তি তৈরি করে। এটি সীমানা অতিক্রম করে, মানুষকে একত্রিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা অবিশ্বাস্যভাবে রোমাঞ্চিত যে 'পাঠান', যেটি বিশ্বব্যাপী ঐতিহাসিক ব্যবসা করেছে, এখন বাংলাদেশের দর্শকদের বিনোদন দেওয়ার সুযোগ পাবে!”
'দ্য কেরালা স্টোরি'-এর মুক্তিতে স্থগিতাদেশ নয়
বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের 'দ্য কেরালা স্টোরি' ( The Kerala Story ) ছবি নিয়ে বিতর্ক চলছেই। যা মূলত লভ্ জিহাদ এর উপর নির্মিত। আর এবার এই ছবি নিয়ে প্রকাশ্য়ে এল নতুন তথ্য়। এই ছবির মুক্তির পর স্থগিতাদেশ জারি করতে অস্বীকার করল কেরালা হাইকোর্ট। কোর্টের তরফে বলা হয়েছে, ছবিটিতে দেখানো হয়েছে "সত্য ঘটনা দ্বারা অনুপ্রাণিত"। ফলে এই ছবিতে নিষেধাজ্ঞা দেওয়ার প্রয়োজন নেই। আজই মুক্তি পেয়েছে 'দ্য কেরালা স্টোরি' ( The Kerala Story )। সেন্সর বোর্ড এই ছবিটিকে 'এ' সার্টিফিকেট দিয়েছে। শুধু তাই নয়, এই ছবির মোট ১০টি দৃশ্য়ে কাঁচিও করেছে সেন্সর বোর্ড। কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রীর সাক্ষাৎকারের দৃশ্য় তার মধ্য়ে একটি।
'খতরোঁ কি খিলাড়ি'-তে প্রতিযোগী শিজান, আইনি নোটিশ পাঠালেন তুনিশার মা
শিজান খান (Sheezan Khan)-কে 'খতরোঁ কে খিলাড়ি' (Khatron Ke Khiladi)-র নতুন সিজনে দেখা যাবে, এই খবর নতুন নয়। তবে এই খবর, অভিনেত্রী তুনিশা শর্মার (Tunisha Sharma)-র মায়ের কাছে পৌঁছতেই ফল হল উল্টো। চ্যানেলকে আইনি নোটিশ পাঠালেন প্রয়াত অভিনেত্রীর মা। তুনিশা শর্মা মৃত্যু তদন্তে নাম জড়িয়েছিল তাঁর তৎকালীন প্রেমিক শিজান খানের। এই ঘটনায় জেলেও থাকতে হয়েছিল তাঁকে। কিন্তু মার্চ মাসের প্রথম দিকেই জামিন পেয়েছেন শিজান। জেল থেকেও বেরিয়েছেন তিনি। আদালত তাঁকে বিদেশ সফর করারও অনুমতি দিয়েছে। আর সেই অনুমতি নিয়েই 'খতরোঁ কে খিলাড়ি'-তে যোগ দিয়েছেন শিজান। তবে এতেই আপত্তি রয়েছে তুনিশার মায়ের।
শার্লক ও ওয়াটসনের সঙ্গে ফ্রেমবন্দি রুদ্রনীল
ওয়েব সিরিজের কাজের ফাঁকে কে কে মেনন (Kay Kay Menon) ও রণবীর শোরের (Ranvir Shorey)-র মধ্যে দাঁড়িয়ে ক্যামেরাবন্দি রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। ভারতীয় প্রেক্ষাপটে শার্লক হোমসকে নিয়ে ওয়েব সিরিজ তৈরি করছেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। আর সেই ছবিতেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রুদ্রনীল ঘোষকে। এই সিরিজে শার্লকের ভূমিকায় দেখা যাবে কে কে মেননকে। আর তাঁর সহকারী ডক্টর ওয়াটসনের ভূমিকায় দেখা যাবে রণবীর শোরেকে। হিন্দি এই ওয়েব সিরিজের কিছুটা অংশের শ্যুটিং হয়েছিল বোলপুরে। আর সেখান থেকেই এই ছবি শেয়ার করে নিয়েছেন রুদ্রনীল। সঙ্গে লিখেছেন, 'শিক্ষকদের সঙ্গে কাজের শেষে! প্রিয় অভিনেতা কে কে মেনন ও রণবীর শোরে। প্রায় এক মাস ধরে একসঙ্গে কাজ হল। আজ শেষ দিন ছিল আমার। কাজের ফাঁকে আড্ডা গল্পের মাঝেও কি করে জীবন্ত চরিত্র হয়ে উঠতে হয়, গভীরতায় ডুব দিতে হয় তা আরও বেশী করে শিখলাম। অনেক ধন্যবাদ সৃজিত মুখোপাধ্যায়'।
আরও পড়ুন: Kanchan Mallick Exclusive: কুৎসা হবেই, মানুষের ভালবাসাই অক্সিজেন, 'জোড়া জন্মদিনে' উপলদ্ধি কাঞ্চনের
আরও পড়ুন: Mobile Phone: বিছানায় ফোন রেখে ঘুম মৃত্যু ডেকে আনার সমান! আশঙ্কা প্রকাশ গবেষকদের