কলকাতা: বুধবার দুর্ঘটনার (accident) শিকার হল 'পুষ্পা ২' ইউনিট (Pushpa 2)। তেলেঙ্গানা (Telengana) থেকে অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) ফেরার পথে শিল্পী সমেত একটি বাস দাঁড়িয়ে থাকা একটি পিটিসি বাসে ধাক্কা মারে। সূত্রের খবর, নার্কেটপল্লির কাছে হায়দরাবাদ-বিজয়ওয়াড়া হাইওয়েতে দুর্ঘটনা ঘটে। শোনা যাচ্ছে ইউনিটের দু'জন শিল্পী এই দুর্ঘটনায় আহত হয়েছেন এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। মৃত্যুর প্রায় দু মাস আগে মারাঠি গান রেকর্ড করেছিলেন কেকে (KK Death Anniversary) । যা থাকবে আসন্ন মরাঠী সিনেমা 'আমব্রেলা'-য়। কেকে-র মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই গানটি প্রকাশ করেছে টিম 'আমব্রেলা'। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন
'কেকে'-র শেষ গান মুক্তি
মৃত্যুর প্রায় দু মাস আগে মারাঠি গান রেকর্ড করেছিলেন কেকে (KK Death Anniversary) । যা থাকবে আসন্ন মরাঠী সিনেমা 'আমব্রেলা'-য়। কেকে-র মৃত্যু বার্ষিকী উপলক্ষে এই গানটি প্রকাশ করেছে টিম 'আমব্রেলা'। স্বাভাবিকভাবেই আজ কেকে-র প্রথম মৃত্যুবার্ষিকীতে তা প্রভাব ফেলবে অনুরাগীদের। কেকে-র গাওয়া এই শেষ মরাঠি গানটি কম্পোজ করেছেন সন্তোষ মুলেকার। গানের নাম, 'একান্ত হাওয়া।' প্রসঙ্গত, জীবনকালে শুধু হিন্দি নয়, তামিল, তেলেগু, মারাঠি,কন্নড়-সহ একাধিক ভাষাতেই গান গেয়ে গিয়েছেন কেকে। কিশোরকুমার গান থেকে তিনি পছন্দ করতেন। ক্যারিয়ারের শুরুর দিকে, ১১ টি ভাষায় তিনি সাড়ে তিনশোরও বেশি জিঙ্গল গেয়েছেন।
বাস দুর্ঘটনার শিকার 'পুষ্পা: দ্য রুল' ছবির শিল্পীরা
বুধবার দুর্ঘটনার (accident) শিকার হল 'পুষ্পা ২' ইউনিট (Pushpa 2)। তেলেঙ্গানা (Telengana) থেকে অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) ফেরার পথে শিল্পী সমেত একটি বাস দাঁড়িয়ে থাকা একটি পিটিসি বাসে ধাক্কা মারে। সূত্রের খবর, নার্কেটপল্লির কাছে হায়দরাবাদ-বিজয়ওয়াড়া হাইওয়েতে দুর্ঘটনা ঘটে। শোনা যাচ্ছে ইউনিটের দু'জন শিল্পী এই দুর্ঘটনায় আহত হয়েছেন এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। বুধবার হাইওয়েতে দাঁড়িয়ে থাকা একটি বাসে ধাক্কা মারে 'পুষ্পা ২'-এর একটি টিম বাস। সূত্রের খবর, সেই বাসে ছিলেন ছবির একাধিক কলাকুশলী। একইসঙ্গে এও শোনা যাচ্ছে যে দুর্ঘটনায় আহত হননি ছবির মুখ্য অভিনেতা, তারকা অল্লু অর্জুন। যদিও নির্মাতাদের তরফে এই দুর্ঘটনা সম্পর্কে কোনও বিবৃতি এখনও দেওয়া হয়নি। যাঁরা আহত হয়েছেন তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রাথমিক চিকিৎসার জন্য।
ওটিটি প্ল্যাটফর্মে বাধ্যতামূলক 'তামাক বিরোধী সচেতনতা বার্তা'
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Union Health Ministry) ওটিটি প্ল্যাটফর্মগুলির (OTT Platform) জন্য তামাক-বিরোধী নোটিসের (anti-tobacco notices) ক্ষেত্রে নতুন নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকা অনুযায়ী, ওটিটি প্ল্যাটফর্মগুলিতেও 'অ্যান্টি-টোব্যাকো ওয়ার্নিং মেসেজ' অর্থাৎ তামাক-বিরোধী সচেতনতা বার্তা (anti-tobacco warning messages) দিতে হবে। এর অন্যথা হলে ভারী জরিমানা হতে পারে বলে জানানো হয়েছে নির্দেশিকায়। বুধবার বিশ্ব তামাক বিরোধী দিবসে বিশেষ নির্দেশিকা জারি করা হল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে। ওটিটিতেও 'তামাক বিরোধী সচেতনতা বার্তা' ব্যবহার বাধ্যতামূলক। নয়তো স্বাস্থ্য মন্ত্রক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তরফে জরিমানা করা হবে বলে জানানো হয়েছে নির্দেশিকায়। এই নির্দেশ মানা না হলে পেনাল্টি দিতে হবে অনলাইন কন্টেন্ট পাবলিশারকে।
ছোটপর্দায় ফিরছেন রুকমা রায়
বহুদিন পর ফের ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী রুকমা রায় (Rooqma Ray)। জনপ্রিয় বিনোদন চ্যানেল 'সান বাংলা'য় (Sun Bangla) আসছে নতুন ধারাবাহিক 'রূপসাগরে মনের মানুষ' (Roopsagare Moner Manush)। রইল এই ধারাবাহিকের সমস্ত খুঁটিনাটি। 'রূপসাগরে মনের মানুষ' গল্পের কাঠামো একেবারেই অন্য রকম। কীরকম সেই গল্প? অনেকেই বলেন, ভালবাসা অন্ধ - এই কথা কি সবসময়ই সত্যি? প্রকৃত স্বরূপ জানার জন্য মানুষ সবসময় কারও হৃদয়ের গভীরে তাকায় না, বরং মানুষ ক্ষণস্থায়ী সৌন্দর্যের দিকে তাকিয়ে হৃদয়কে উপেক্ষা করে। ধারাবাহিকের মুখ্য চরিত্র অন্নপূর্ণা ওরফে পূর্ণা তার বাবা ও পরিবারের সঙ্গে পুলিশ কোয়ার্টারে থাকে। সে খুব সুন্দরী, পড়াশোনায় মেধাবী এবং তার এক মাত্র লক্ষ্য হল বাবার স্বপ্ন পূরণ করা। পূর্ণা কি তার পরিবারের আশা ধরে রাখতে পারবে? সে কি খুঁজে পাবে তার মনের মানুষকে? কী হবে পূর্ণার স্বপ্নের? পূর্ণার চরিত্রে দেখতে পাওয়া যাবে রুকমা রায়কে। আসছে 'রূপসাগরে মনের মানুষ', সান বাংলার নতুন ধারাবাহিক।
অম্বানি পরিবারে লক্ষ্মীর আগমন
অম্বানি পরিবারে (Ambani Family) খুশির ঢেউ। দ্বিতীয় সন্তান এল আকাশ অম্বানি (Akash Ambani) ও শ্লোক মেটার (Shloka Mehta) কোলে। কন্যা সন্তান এল অম্বানি পরিবারে। সূত্রের খবর, আজই দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন শ্লোক। এক পাপারাৎজির অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই খবর প্রকাশিত হয়। ২০২১ সালের ডিসেম্বর মাসে তাঁদের প্রথম সন্তান পৃথ্বী অম্বানির জন্ম হয়।
আরও পড়ুন: Causes of Sweating: গরম বাড়ার সঙ্গে সঙ্গে আমরা ঘামতে শুরু করি কেন, এর পেছনে বৈজ্ঞানিক কারণ কী ?
আরও পড়ুন: Bad Cholesterol: ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমানোর জন্য কী কী খেতে পারেন? রইল তারই তালিকা