Tota Roychowdhury: 'কোনও ক্য়ামিও করে এতটা প্রাপ্তি হয়নি', ফের বলিউডে টোটা, এবার কোন চরিত্রে?
Tota Roy Chowdhury News: হোক ক্যামিও, তবু নাকি এই কাজ তাঁর কাছে একটা না ভোলার মতোই অভিজ্ঞতা। সোশ্যাল মিডিয়ায় কাজ পাওয়া থেকে শুরু করে গোটা কাজের অভিজ্ঞতা নিয়ে খোলা চিঠি লিখলেন, টোটা রায়চৌধুরী।

কলকাতা: তিনি টলিউডের পাশাপাশি চুটিয়ে কাজ করছেন বলিউডেও। একের পর এক উল্লেখযোগ্য চরিত্রে অভিনয়, তাঁকে চিনিয়ে দিয়েছে আলাদাভাবে। তিনি টোটা রায়চৌধুরী (Tota Roychowdhury)। সদ্যই মুক্তি পেয়েছে তাঁর নতুন কাজ 'ব্ল্যাক ওয়ারেন্ট'। এই সিরিজে ক্য়ামিও চরিত্রে দেখা গিয়েছে টোটাকে। হোক ক্যামিও, তবু নাকি এই কাজ তাঁর কাছে একটা না ভোলার মতোই অভিজ্ঞতা। সোশ্যাল মিডিয়ায় কাজ পাওয়া থেকে শুরু করে গোটা কাজের অভিজ্ঞতা নিয়ে খোলা চিঠি লিখলেন, টোটা রায়চৌধুরী।
টোটা লিখছেন, 'ফোনটা এসেছিল বিখ্যাত কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়ার কাছ থেকে। বলল, 'ভাই, বিক্রমাদিত্য মোটওয়ানি তোমার সঙ্গে দেখা করতে চায়, কবে আসছো?" কলকাতায় "যাহা বলিব, সত্য বলিব" এর শুটিং শেষ করেই পশ্চিম পাড়ি দিলাম এবং জুহু'র কফি শপে মুখোমুখি হলাম উড়ান, লুটেরা, জুবিলী'র পরিচালকের। ইংরেজিতে যাকে বলে no nonsense গোছের মানুষ। কোনো ভূমিকা বা ভনিতা না করে সোজাসাপ্টা বললেন, "রকি রানি দেখলাম। খুব ভালো লাগলো তোমার পারফরমেন্স। একটা series করছি। তিহাড় এর পটভূমিকায়। সেখানে একটি গুরুত্বপুর্ন চরিত্র আছে তবে দৈর্ঘ্য বেশি নয়। বলতে পারো ক্যামিও। বারবার তোমার মুখটা ভাসছে। করবে?" এরপর সংক্ষেপে গল্প ও চরিত্রটি শোনাল। আমি তো তাজ্জব! যে ছবি দেখে উনি আমায় পছন্দ করলেন তার ১৮০ ডিগ্রিতে এই চরিত্রটির অবস্থান। কি মনে হল বললাম করবো। "বাঃ,বেশ।" বলে করমর্দন করলেন। আমাদের কাপে তখনও আধ কাপ কফি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
