Trina Saha Exclusive: তৃণার কোন কথায় অবাক হয়ে তাঁর হাতে চুম্বন করেছিলেন শাহরুখ?
Valentines Day Special: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন শাহরুখ। মঞ্চে বক্তৃতা দিয়ে শ্রোতাদের মনও ছুঁয়েছিলেন তিনি। সেই মঞ্চেই উপস্থিত ছিলেন তৃণা
কলকাতা: ছোট থেকে তারকা বলতেই শাহরুখ খান (Shah Rukh Khan) কেই বুঝতেন তিনি। কিং খানের বাইকে চড়ে পর্দায় প্রবেশ দেখেই ঘায়েল কিশোরী মন। এসআরকে-র এমন অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। কিন্তু তাঁদের মধ্যে কতজনের আর স্বচক্ষে শাহরুখকে দেখার সুযোগ হয়? আর যদি হয়, তাহলে সেই স্মৃতিকে যত্ন করে বয়ে নিয়ে বেড়ান সবসময়। ঠিক যেমন তৃণা সাহা (Trina Saha)। এবিপি লাইভের 'হয়তো তোমারই জন্য' অনুষ্ঠানে কিং খানের সঙ্গে সাক্ষাৎ-স্মৃতি ভাগ করে নিলেন অভিনেত্রী।
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন শাহরুখ। মঞ্চে বক্তৃতা দিয়ে শ্রোতাদের মনও ছুঁয়েছিলেন তিনি। সেই মঞ্চেই উপস্থিত ছিলেন তৃণা। কথা বলেছিলেন শাহরুখের সঙ্গে। কেমন ছিল সেই অভিজ্ঞতা? তৃণা বলছেন, 'যবে থেকে জেনেছি অভিনেতা বলে কেউ হন, তবে থেকে আমি শাহরুখের ভক্ত। এই যে ওঁর কথা বলতে গিয়ে আমি হেসে ফেললাম, এতেই বোধ হয় আমার স্মৃতিটা বোঝা যায় অনেকটা। যদি কেউ ভাবেন 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' আমার প্রথম দেখা ছবি, তা কিন্তু নয়। প্রথম দেখেছিলাম 'দিওয়ানা'। বাইকে করে শাহরুখ যেই পর্দায় এলেন, আমি .. শেষ। আমার যখন শাহরুখের সঙ্গে দেখা হয়েছিল, আমি ওঁকে এটা বলেওছিলাম। তখনই উনি আমার হাতে চুম্বন করেছিলেন। শাহরুখ অবাক হয়েছিলেন আমাদের প্রজন্মের মানুষও 'দিওয়ানা' ছবিটা মনে রেখেছে। উনি ভেবেছিলেন আমি 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' বা 'কুছ কুছ হোতা হ্যায়' বলব'।
আরও পড়ুন: Ritabhari Chakraborty Exclusive: বন্ধুর মায়ের একপাটি কানের দুল ছিল ঋতভরীর প্রেমদিবসের প্রথম উপহার
তৃণার কাছে আরও একটি প্রশ্ন আসে, তাঁর প্রিয় গান কী? উত্তরে তৃণা বলেন, 'অবশ্যই শাহরুখের গান। সদ্য প্রিয় গানটা হল 'হাওয়ায়'। অনেকের মতো আমারও পছন্দ এই গানটা। শুধু আমার কেন, নীলেরও (Neel Bhattacharyya)-র ও খুব প্রিয় গান 'হাওয়ায়'। ওর আর আমার বিবাহবার্ষিকীর দিনে যে ছবিটা আমি শেয়ার করেছিলাম, সেটার আবহে 'হাওয়ায়' গানটা এইজন্যই ব্যবহার করা।'
আপাতত 'বালিঝড়' ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তৃণা। তার বিপরীতে অভিনয় করছেন ইন্দ্রাশিস রায় (Indrashish Roy) এবং কৌশিক রায় (Kaushik Roy)। লীনা গঙ্গোপাধ্য়ায়ের কাহিনী অবলম্বনে তৈরি এই ধারাবাহিক।