'Ram Krishnaa': রাম ও কৃষ্ণার প্ল্যান কি এবার ফাঁস করবে রোহিনীর ষড়যন্ত্র? কী হবে 'রাম কৃষ্ণা'র ভবিষ্যৎ?
Daily Serial Update: এবার কি বিপদে পড়তে চলেছে রোহিনী? রাম ও কৃষ্ণা একসঙ্গে তার পর্দাফাঁস করবে? ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে ধারাবাহিক 'রাম কৃষ্ণা'র গল্প?

কলকাতা: ফের নয়া মোড় কালার্স বাংলার (Colors Bangla) 'রাম কৃষ্ণা' (Ram Krishnaa) ধারাবাহিকে। এবার কি রাম ও কৃষ্ণার মিলিত পরিকল্পনা ফাঁস করবে রোহিনীর ষড়যন্ত্র? কী হবে জনপ্রিয় ধারাবাহিকে? কোন দিকে মোড় নেবে গল্প?
'রাম কৃষ্ণা' ধারাবাহিকের গল্পে এবার নয়া মোড়
এবার কি বিপদে পড়তে চলেছে রোহিনী? রাম ও কৃষ্ণা একসঙ্গে তার পর্দাফাঁস করবে? ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে ধারাবাহিক 'রাম কৃষ্ণা'র গল্প?
শিবরাত্রির দিনে কান ঘেঁষে রোহিনী ও রাজেনের তৈরি করা মৃত্যুফাঁদ থেকে রক্ষা পাওয়ার পর রক ও তার অফিসের সহকর্মীদের সাহায্যে সুরক্ষিতভাবে রামকে বাড়ি ফিরিয়ে আনে কৃষ্ণা। যদিও তখনও সে অচৈতন্য অবস্থায়। ধীরে ধীরে রামের জ্ঞান ফিরতে থাকলে সে আবিষ্কার করে কৃষ্ণার দৃষ্টিশক্তি ফিরে এসেছে। কৃষ্ণা ফের দেখতে পাচ্ছে বুঝতে পেরে আনন্দে আত্মহারা হয়ে ওঠে রাম। যদিও গোটা পরিবার এখনও চিন্তায় নিমগ্ন, কারণ তারা বুঝতে পারছে যে কৃষ্ণার চোখের অস্ত্রোপচারের টাকা জোগাড় করার জন্য কিডনি ট্রান্সপ্লান্ট করতে গিয়ে বড় বিপদে পড়ে রাম। অন্যদিকে রামের হৃদয় কৃতজ্ঞতায় পরিপূর্ণ। সে নিজের বাবা নারায়ণ ও পুরো পরিবারকে ধন্যবাদ জানায় তাদের পাশে থাকার জন্য। কিন্তু কৃষ্ণা খুব নম্রভাবে এই প্রশংসা থেকে নিজেকে বঞ্চিত রাখে, সে জোর দিয়ে বলে যে রামের নিরাপত্তা তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
এরপরে রাম জানতে পারে রোহিনীর সমস্ত কুকীর্তির কথা, এবং কৃষ্ণার দৃষ্টিহীনতার সুযোগ নিয়ে কীভাবে তার ওপর নির্যাতন চালিয়ে যায় সেই কথাও জানতে পারে সে। রাম হতভম্ব হয়ে যায়। রোহিনীর, যাকে এবার অন্তত সে বিশ্বাস করেছিল, তার এই প্রতারণায় আহত হয় রাম। রোহিনীর প্ল্যান সকলের সামনে ফাঁস করার পরিকল্পনা করে একটি প্ল্যান ফাঁদে রাম ও কৃষ্ণা। তারা রোহিনীর প্ল্যান অনুযায়ী আসন্ন বিবাহবিচ্ছেদের পরিকল্পনা নিয়ে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তবে অবশ্যই তাতে থাকবে একটা ট্যুইস্ট। এবার কী হবে? ফাঁঁস হবে রোহিনীর সমস্ত কার্যকলাপ?
এরপর কী হয় দেখতে হলে অবশ্যই নজর রাখতে হবে 'রাম কৃষ্ণা' ধারাবাহিকে, প্রত্যেকদিন সন্ধ্যা ৮টায়, কালার্স বাংলায়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
