এক্সপ্লোর
Advertisement
সেকী! টানা এক সপ্তাহ ঘুমোয়নি বরুণ ধওয়ান, কেন জানেন
মুম্বই: বরুণ ধওয়ানের কাজের প্রতি একাগ্রতার কথা সবাই জানেন। তবে সম্প্রতি ‘অক্টোবর’ ছবির জন্যে টানা এক সপ্তাহ না ঘুমিয়ে থেকেছেন বরুণ। তাঁর এই একাগ্রতা দেখে রুপোলি পর্দার অনেকেই হতবাক। সুজিত সরকারের এই ছবির শ্যুটিং নিয়েই ব্যস্ত রয়েছেন বরুণ।
প্রসঙ্গত, এই ছবিতে অভিনয়ের জন্যে এবং অভিনয়কে বাস্তবের চেহারা দেওয়ার জন্যে পরিচালক সুজিত বরুণকে পরামর্শ দেন তিনি যদি পারেন তাহলে আগামী এক সপ্তাহ যেন না ঘুমিয়ে থাকেন। যদিও বা ঘুমোন, তাহলে যেন সেটা এক বা দু ঘণ্টার বেশি নয়। সেকথা শুনেওছেন বরুণ। তবে এই না ঘুমিয়ে থাকার সময় সুজিত শিখিয়েছেন বরুণকে ধ্যান করতেও। আসলে ছবির কিছু দৃশ্যে অভিনয়ের জন্যে ক্লান্ত লুক, ক্লান্ত গলার স্বর প্রয়োজন ছিল। সেটাই বরুণের থেকে পাওয়ার জন্যে তাঁকে না ঘুমিয়ে থাকার পরামর্শ দেওয়া হয়।
এই বছরই এপ্রিলে মুক্তি পাবে ‘অক্টোবর’। আশাই করা যায়, বরুণের থেকে আরও একটা অসাধারণ ছবি উপহার পেতে চলেছে দর্শকরা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
খবর
Advertisement