এক্সপ্লোর
Advertisement
পালঘরকাণ্ড 'ভীষণ উদ্বেগজনক', ট্যুইটারে উষ্মাপ্রকাশ জাভেড, রবিনা, সোনাক্ষীর
পালঘরকাণ্ডের আঁচ এবার টিনসেল টাউনে। পালগড়ে গণপিটুনিতে ২ সাধু সহ ৩ জনের মৃত্যুতে এবার মুখ খুললেন বলি তারকারা। 'পালঘরকাণ্ড নিয়ে বিব্রত ' জাভেদ আখতার, রবীনা টন্ডন, সোনাক্ষী সিংহ, রবি কিষণ। টুইটার পোস্টে উষ্মাপ্রকাশ করলেন তারকারা।
মুম্বই: পালঘরকাণ্ডের আঁচ এবার টিনসেল টাউনে। পালগড়ে গণপিটুনিতে ২ সাধু সহ ৩ জনের মৃত্যুতে এবার মুখ খুললেন বলি তারকারা। 'পালঘরকাণ্ড নিয়ে বিব্রত ' জাভেদ আখতার, রবীনা টন্ডন, সোনাক্ষী সিংহ, রবি কিষণ। টুইটার পোস্টে উষ্মাপ্রকাশ করলেন তারকারা।
গত বৃহস্পতিবার মহারাষ্ট্রের পালঘরে প্রকাশ্যে পিটিয়ে খুন করা হয় তিনজনকে। দুজন সাধু সমেত তিনজন সুরাত যাচ্ছিলেন তাঁদের গুরুজির শেষকৃত্যে সামিল হতে। কিন্তু গুজরাত সীমান্তে তাঁদের গাড়ি থামিয়ে বলা হয় ফিরে যেতে। কিন্তু তাঁরা সেকথা না শুনে পালঘরের কাছে একটি গ্রামের ভিতরের রাস্তা ধরে গন্তব্যের দিকে এগতে থাকেন। কিন্তু তাঁরা গন্তব্যে পৌঁছতেই চোর সন্দেহে গাড়ি ঘিরে ধরে মারমুখী জনতা। শুরু হয় গাড়ির ওপর হামলা। জনতার মধ্যে ছিল গ্রামবাসীরাও। পাথর ছুঁড়ে মারতে মারতে গাড়িটা উল্টে দেয় তারা। তখনই বন দপ্তরের এক কর্তা ঘটনাটি দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে আসে। তাদের গাড়িতে তুলে ওই তিনজনকে নিরাপদে সরানোর চেষ্টা করে। কিন্তু মারমুখী জনতা তখন নিয়ন্ত্রণের বাইরে। তারা পুলিশের গাড়িকেও হামলার টার্গেট করে। পুলিশ পিছু হটে। পুলিশকে কাবু করে ফেলে উন্মত্ত জনতা। লাঠি, রড, পাথরের ঘায়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তিনজনের।
ঘটনার তীব্র নিন্দা করে জাভেদ আখতার টুইট করেন। তিনি লিখেছেন, 'যারা এই পাশবিক, নৃশংস হত্যাকাণ্ডে জড়িত ছিল তাদের অপরাধ কোনওভাবেই ক্ষমা যোগ্য না। সবার উপযুক্ত শাস্তি পাওয়া উচিত।'
পালঘরকাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বলি অভিনেত্রী রবিনা টন্ডন। সেই সঙ্গে এই ঘটনা 'ভীষণ উদ্বেগজনক' বলেও ব্যাখ্যা করেন তিনি।
পালঘরকাণ্ডের নিন্দা করে মৃত সাধুদের ছবি পোস্ট করে টুইট করেন রবি কিষণ।
'পালঘরকাণ্ডে মানবতা প্রশ্নের মুখে। এসময় আমাদের একে অপরের পাশে দাঁড়িয়ে সাহায্য করা উচিত। এই কঠিন সময়ে এই খবর উদ্বেগজনক। আশা করি বিচার হবে।' মন্তব্য অভিনেত্রী সোনাক্ষী সিংহর।
পালঘর সাধু হত্যাকাণ্ডে ইতিমধ্যেই ৫ প্রধান অভিযুক্ত সহ ১১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
শিক্ষা
Advertisement