এক্সপ্লোর
Advertisement
প্রয়াত বর্ষীয়াণ সঙ্গীত পরিচালক খৈয়াম
কভি কভি, উমরান জান-এর মত কালজয়ী ছবির সুরস্রষ্টা খৈয়াম দিনকয়েক আগে মুম্বইয়ের সুজয় হাসপাতালে ভর্তি হন।
মুম্বই: মারা গেলেন প্রখ্যাত সঙ্গীত পরিচালক ও সুরকার মহম্মদ জাহুর খৈয়াম হাসমি। ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২।
কভি কভি, উমরান জান-এর মত কালজয়ী ছবির সুরস্রষ্টা খৈয়াম দিনকয়েক আগে মুম্বইয়ের সুজয় হাসপাতালে ভর্তি হন। ফুসফুসে সংক্রমণে তাঁর অবস্থা গুরুতর ছিল, গতকাল রাত সাড়ে নটা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্য়ু হয়।
বিখ্যাত গজল গায়ক তালাত আজিজ এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন। জানিয়েছেন, খৈয়াম কিছুদিন ধরে ভেন্টিলেটরে ছিলেন। তাঁর ইচ্ছেমত ফোর বাংলোজ সমাধিস্থলে আজ হবে শেষকৃত্য।
মহম্মদ জাহুর খৈয়াম হাসমি প্রখ্যাত ছিলেন খৈয়াম নামে। ১৭ বছর বয়সে লুধিয়ানায় তাঁর সঙ্গীত জীবন শুরু। ভারত সরকার তাঁকে ভূষিত করেছে সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার ও পদ্ম ভূষণে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement