Vicky Kaushal-Katrina Wedding: 'ভিকি কৌশলকে বিয়ে করছেন না ক্যাটরিনা কাইফ, সবটাই গুজব!'
ভিকি কৌশলের বোনের কথায় কার্যত বজ্রপাত হয়েছে ফ্যান মহলে। ভিকির বোন জানিয়েছে সবটাই গুজব। বিয়ে করছেন না ভিকি এবং ক্যাকটিরা। সম্প্রতি একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে অন্তত এমনটাই জানিয়েছেন উপাসনা।
মুম্বই: ভিকি কৌশল (Vicky Kaushal) এবং ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) বিয়ে। সম্প্রতি এটাই টক অব দ্য টাউন। তবে হঠাৎই অন্য খবর। তবে তাতে জল ঢাললেন ভিকি কৌশলের বোন। তাঁর কথায় কার্যত বজ্রপাত হয়েছে ফ্যান মহলে। ভিকির বোন উপাসনা জানিয়েছে সবটাই গুজব। বিয়ে করছেন না ভিকি এবং ক্যাকটিরা (Katrina Kaif)। সম্প্রতি একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে অন্তত এমনটাই জানিয়েছেন উপাসনা (Vicki's Sister Upasana)।
সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'প্রস্তুতি থেকে বিয়ের তারিখ সবটাই গুজব (Rumours)। বিয়ে হচ্ছে না। যদি এরকম কিছু হয় তাঁরাই ঘোষণা করবেন।' হিন্দি সেই সাক্ষাৎকারে উপাসনা আরও বলেছেন, 'বলিউডে প্রায়ই এমন গুজব ওঠে এবং পরে দেখা যায় ব্যাপারটা অন্যরকম কিছু। এ গুলো সাময়িক গুজব মাত্র। আমি সম্প্রতি আমার ভাইয়ের সঙ্গে কথা বলেছি এবং সে রকম কিছুই হচ্ছে না বলেই জানতে পেরেছে।' তবে এর বেশি আর কোনও মন্তব্য করতে চাননি উপাসনা।
[insta]
View this post on Instagram
উল্লেখ্য, সম্প্রতি জানা যায় ডিসেম্বরের (December) মাসের দ্বিতীয় সপ্তাহেই নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) এবং ভিকি কৌশল (Vicky Kaushal)। সেই মতো শুরু হয়েছে প্রস্তুতিও। খবর মেলে, বিয়ের অনুষ্ঠান ঘনিষ্ঠ মহলের মধ্যেই সারতে চাইছেন যুগল। এমনকী বিয়ের সময়ের ছবির ব্যাপারেও যথেষ্ঠই রাখঢাক বজায় রাখতে চাইছেন বলেও খবর ছড়ায়।
শেষ নয় এখানেই, জানা গিয়েছিল রাজস্থানের (Rajasthan) সাতশো বছরের পুরনো রিসর্ট সিক্স সেন্সেস ফোর্টে বসতে চলেছে তাঁদের বিয়ের আসর। শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। পঞ্জাবী রীতি মেনে মেহেন্দি, সঙ্গীত থেকে হলদি সমস্ত কিছুরই আয়োজন করে ফেলা হয়েছে ইতিমধ্যেই। সেলিব্রিটি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের (Sabyasachi Mukherjee's Design) ডিজাইন করা পোশাকে বিয়ের দিন সাজবেন ভিকি-ক্যাটরিনা। দুই তারকার বিয়ের অনুষ্ঠানে হাজির থাকতে পারেন সিদ্ধার্থ মলহোত্র, কিয়ারা আডবাণী, কর্ণ জোহর, বরুণ ধবন, রোহিত শেট্টির মতো তারকারা।
এমনকী প্রকাশ্যে চলে আসে মেহেন্দির খবরও। শোনা যায় সোজাতের শিল্পীরা প্রাকৃতিক পদ্ধতিতে বিশেষ মেহেন্দি তৈরি করছেন 'সূর্যবংশী' অভিনেত্রীর জন্য। এই বিশেষ মেহেন্দিতে কোনও কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে না। একেবারেই হাতে তৈরি এই মেহেন্দি পাঠানো হচ্ছে ক্যাটরিনা কাইফকে। সোজাতের বিখ্যাত মেহেন্দি প্রস্তুতকারীদের পক্ষ থেকে জানা যাচ্ছে, ক্যাটরিনা কাইফের জন্য যে মেহেন্দি প্রস্তুত করা হচ্ছে, তার খবর ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা। অভিনেত্রীর জন্য তাঁরা যে মেহেন্দি তৈরি করেছেন, তার জন্য কোনও টাকাপয়সাই তাঁরা নিচ্ছেন না। যদিও আনুষ্ঠানিকভাবে বিয়ের কোনও কথাই জানায়নি পাত্র ভিকি বা পাত্রী ক্যাটরিনা। আর এসবের মাঝেই ভিকি কৌশলের বোনের মন্তব্য উসকে দিয়েছে অন্য জল্পনা। তবে আদৌ ভিকি-ক্যাট বিয়ের পিঁড়িতে বসছেন নাকি সবই গুজব সে উত্তর দেবে সময়।