এক্সপ্লোর
Advertisement
বরুণ ধবনের সঙ্গে নাচলেন ভিকি কৌশলের প্রাক্তন প্রেমিকা! ভাইরাল ভিডিও
সম্প্রতি হারলিন শেট্টিকে নাচ করতে দেখা গেল ‘কলঙ্ক’ ছবির ‘ফার্স্ট ক্লাস’ গানটির সঙ্গে। তাঁর সঙ্গে নাচে যোগ দিয়েছেন বরুণ ধবনও। ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করেছেন বরুণই।
মুম্বই: এখন তিনি সিঙ্গল। একথা বেশ জাহির করে জানিয়েছেন উরি-স্টার ভিকি কৌশল। সিনেপ্রেমীদের হার্টথ্রব ভিকি কিছুদিন আগে স্বীকার করেই নিয়েছিলেন হারলিন শেট্টির সঙ্গে তাঁর মন দেওয়া-নেওয়ার কথা। কিন্তু সেই সম্পর্কেই চিড় ধরেছে!কিন্তু তার জন্য দায়ী কে ? সেই নিয়েই এখন চর্চা বলিউডের আনাচে-কানাচে!কী এমন ঘটল দুজনের মধ্যে ?
শোনা যাচ্ছে, সম্প্রতি ক্যাটরিনা কাইফের সঙ্গে ভিকির বন্ধুত্বের ব্যাপারটি ভাল ঠেকেনি বান্ধবী হারলিনের কাছে। সেই থেকেই ভুল বোঝাবুঝির সূত্রপাত। তবে বিচ্ছেদের পর মোটেই ভেঙে পড়েননি হারলিন। দিব্য খোশ মেজাজেই এই আছেন। সম্প্রতি তাঁকে নাচ করতে দেখা গেল ‘কলঙ্ক’ ছবির ‘ফার্স্ট ক্লাস’ গানটির সঙ্গে। তাঁর সঙ্গে নাচে যোগ দিয়েছেন বরুণ ধবনও। ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করেছেন বরুণই।
কোরিওগ্রাফার মেলভিন লুইসের সঙ্গে প্রথমে নাচছিলেন হারলিন। পরে তাঁর সঙ্গে পা মেলান বরুণও। ইতিমধ্যেই ভিডিওটি দেখে ফেলেছেন ২২ লাখেরও বেশি মানুষ। দেখুন সেই ভিডিও!
এর আগে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ভ্যানিটি ভ্যানে দীপিকা-রণবীর ও ভিকি কৌশলকে ‘ফার্স্ট ক্লাস’ গানের সঙ্গে তাল মেলাতে দেখা যায়।View this post on InstagramA #firstclass dance with @melvinlouis and @itsharleensethi who are incredible
‘কলঙ্ক’ ছবির এই গানটি যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, তা নিয়ে বেশ উচ্ছ্বসিত বরুণ ধবন। এ বছর ১৭ এপ্রিল ভোটের মরসুমে মুক্তি পেতে চলেছে অভিষেক বর্মণ পরিচালিত মাল্টিস্টারার পিরিওড ড্রামা ‘কলঙ্ক’।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
খবর
ক্রিকেট
Advertisement