এক্সপ্লোর
Advertisement
'প্রধানমন্ত্রী হতে চান?' কী বললেন অমিতাভ
এক ফ্যান তাঁকে লিখে বসেন, প্রধানমন্ত্রী হতে চান?অমিতাভও তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মজা করেন,
নয়াদিল্লি: এক যুগ পার করল অমিতাভ বচ্চনের ব্লগ। সেই উপলক্ষ্যে শুক্রবার নজরকাড়া একটি পোস্ট করেন বিগ বি। সেই সঙ্গে উত্তর দেন অনুরাগীদের প্রশ্নেরও।
এক ফ্যান তাঁকে লিখে বসেন, প্রধানমন্ত্রী হতে চান?
অমিতাভও তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মজা করেন, ‘আরে বন্ধু, সকাল সকাল শুভ কিছু বলো!’
যদিও একসময় রাজনীতিতে পা রেখেছিলেন অমিতাভ বচ্চন। প্রয়াগরাজ থেকে ভোটে দাঁড়িয়েছিলেন, জিতেও ছিলেন বড় ব্যবধানে। কিন্তু ৩ বছরের মাথাতেই পদত্যাগ করে সরে আসেন রাজনীতির ময়দান থেকে।
শুক্রবার ব্লগের ১২ বছর পূর্ণ করা উপলক্ষ্যে একটি বহু পুরনো ছবি পোস্ট করেন বিগ বি। ছবিতে বাবা হরিবংশ রাই বচ্চন, মা তেজি বচ্চনের সঙ্গে দেখা যাচ্ছে তাঁকে। আছেন স্ত্রী জয়াও। এই ছবিটি তোলা হয়েছিল ‘শোলে’ ছবির প্রিমিয়ারে।
অমিতাভের অনেকগুলি ছবিই এখন মুক্তির অপেক্ষায়। অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’। এই ছবিতে অমিতাভ ছাড়াও আছেন রণবীর কপূর, আলিয়া ভট্ট। আয়ুস্মান খুরানার সঙ্গে ‘গুলাবো সিতারো’। এছাড়া ইমরান হাসমির সঙ্গে ‘চেহরে’। আরও অনেক ছবিই আছে তালিকায়।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement