এক্সপ্লোর
Advertisement
বিয়ে করছেন আদিত্য রয় কপূর? পাত্রীটি কে? জেনে নিন
মাঝে তো এরকমও শোনা গেছিল, আদিত্য আর দিভা একে অপরকে কথা দিতে পারেননি। তাই সম্পর্ক থেকে সরে এসেছেন। সম্পর্কে না থাকলেও, বন্ধুত্বে চিড় ধরেনি তাঁদের, গুঞ্জন ছিল এমনটাও।
নয়াদিল্লি: ২০১৮ সাল থেকে বলিউডের একের পর এক হাই প্রোফাইল বিয়ের আসর দেখছে তামাম দুনিয়া। মহা আড়ম্বরে সাতপাক সেরেছেন সোনম কপূর-আনন্দ আহুজা, দিপীকা-রণবীর, প্রিয়ঙ্কা-নিক। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে আরও এক যুগলের নাম। বলিউডে গুঞ্জন, এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের হার্টথ্রব আদিত্য রয় কপূর। সূত্রের খবর, আগামী বছরই নতুন জীবনে পা রাখতে চলেছেন তিনি।
বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছিল মডেল দিভা ধবনের সঙ্গে আদিত্যর বিশেষ বন্ধুত্বের কথা। দিভার সঙ্গে আদিত্যর সম্পর্কের বিষয়ে ‘কফি উইথ করণ’-এ জানতে চেয়েছিলেন কর্ণ জোহরও। উত্তরে ‘ফিতুর’ অভিনেতা বলেন, দিভা খুব ভাল মেয়ে ও তাঁর পুরোনো বন্ধু। একটি ফ্যাশন শো-এ তাঁদের দেখা হয়, সেই থেকেই বন্ধুত্ব। তারপর একদিন একটি বিখ্যাত রেস্তরাঁয় তাঁরা নৈশভোজে যান। তারপর থেকেই শুরু হয়ে যায়, তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন। পুরো ব্যাপারটাই মিথ্যে বলে উড়িয়ে দিয়েছিলেন আদি।
মাঝে তো এরকমও শোনা গেছিল, আদিত্য আর দিভা একে অপরকে কথা দিতে পারেননি। তাই সম্পর্ক থেকে সরে এসেছেন। সম্পর্কে না থাকলেও, বন্ধুত্বে চিড় ধরেনি তাঁদের, গুঞ্জন ছিল এমনটাও।
তবে সেই সব খবর এখন পুরোনো। ইন্ডাস্ট্রিতে এখন শুধু একটাই গুঞ্জন – মাস দুয়েকের মধ্যেই বাগদান সারতে চলেছেন আদিত্য-দিভা।
সূত্রের খবর, সামনের বছরই বিয়ে করবেন দুজনে। এখন অপেক্ষা, আদিত্য রয় কপূর এই গুঞ্জনে সিলমোহর দেন কিনা।
দিভা ধবন ফ্যাশন দুনিয়ার অন্যতম পরিচিত মুখ, সুপার মডেল। নামি ডিজাইনারদের পোশাকে মার্জার সরণি মাতান তিনি।
আদিত্য অভিনীত ‘সড়ক টু’ মুক্তি পাবে ২০২০তে। হাতে আছে দিশা পটানির সঙ্গে ‘মালং’ ছবিটিও।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
Advertisement