এক্সপ্লোর
Advertisement
গোপনে বিয়ে করেছেন সলমন-ইউলিয়া ! দাবি রোমানিয় সংবাদ সংস্থার
নয়াদিল্লি: গার্লফ্রেন্ড ইউলিয়া ভান্টুরকে গোপনে বিয়ে করেছেন সলমন খান, এই গুঞ্জন আগেই উঠেছিল। এবার এই খবর প্রকাশিত হল এক প্রথম সারির রোমানিয় সংবাদ সংস্থায়। সেখানে রোমানিয় মডেল ইউলিয়াকে ‘ডোয়ামনা খান’ বলে উল্লেখ করা হয়েছে। যার অর্থ ‘রয়্যাল মিসেস খান’।
ইউলিয়াও সলমনের মতো পশুপাখি, শিশুদের ভালোবাসেন। সলমনের পরিবারের সঙ্গেও বেশ মানিয়ে নিয়েছেন তিনি। তাই জীবনসঙ্গিনী হিসেবে ইউলিয়াকে নির্বাচন সলমনের বিচক্ষণ সিদ্ধান্ত বলেই মনে করছে ঘনিষ্ঠরা।
প্রসঙ্গত, সম্প্রতি সলমন প্রকাশ্যে জানান, তাঁর মা, বোন সর্বক্ষণ তাঁকে বিয়ে করার জন্য জোর করছেন। অনুরাগীদের মনেও একটাই প্রশ্ন, কবে বিয়ে করবেন সলমন। সলমনের বাবা সেলিম খান কিছুদিন আগেই বলেন, তাঁকে যে কোনও বিষয় নিয়ে প্রশ্ন করা যেতে পারে। কিন্তু ছেলে কবে বিয়ে করছে, সেই প্রশ্ন যেন করা না হয়। এরইমধ্যে এমন দাবি রোমানিয় সংবাদ সংস্থার।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement