এক্সপ্লোর
Advertisement
রণবীর কপূরের সঙ্গে সেই ছবি নিয়ে এখনও অপরাধবোধে ভোগেন মাহিরা খান
মুম্বই: রণবীর কপূরের সঙ্গে মুখে সিগারেট নিয়ে সেই ছবির জন্য এখনও অপরাধবোধে ভোগেন মাহিরা খান। নিজেই এ কথা জানিয়েছেন পাক অভিনেত্রী। মাহিরা জানিয়েছেন, নিউ ইয়র্কের সেই ঘটনার পর বিবৃতি দেবেন না এমন কোনও সিদ্ধান্ত তিনি নেননি। কিন্তু সেই পরিস্থিতিতে তা আর করা হয়ে ওঠেনি।
মাহিরার দাবি, তিনি অত্যন্ত শক্তিশালী মানসিকতার মহিলা। কিন্তু যখন রণবীরের সঙ্গে তাঁর ছবি ভাইরাল হয়ে যায়, তখন পুরোপুরি ভেঙে পড়েছিলেন তিনি। মনে হত, রোজ একটা করে বিবৃতি দেওয়া উচিত। কিন্তু বলার কিচ্ছু ছিল না।
মাহিরা মনে করেন, রণবীরের সঙ্গে তাঁর সময় কাটানো ভুল ছিল। তাঁর কথায়, তিনি মানুষ। ভুল করে ফেলেছেন।
তিনি বলেছেন, তাঁর মা, দিদিমাও ওই ছবি দেখে হতাশ হতেন। এমনকী এখনও যখন কোনও বৃদ্ধা তাঁকে বলেন, ছবিগুলি তাঁর ভাল লাগেনি, তিনি ক্ষমা চেয়ে নেন তখনই।
সেপ্টেম্বরে নিউ ইয়র্কের এক রেস্তোঁরার বাইরে ধূমপানরত রণবীর ও মাহিরার ছবি ভাইরাল হয়ে যায়। মাহিরার পোশাক ও হাতের সিগারেট- কিছুই পাকিস্তানি টুইটার জনতা ভাল চোখে দেখেনি। রণবীর অবশ্য বিষয়টাকে বেশি পাত্তা না দিয়ে এক বিবৃতিকে জানিয়ে দেন, ধূমপান ও ঘৃণা দুটোই শরীরের পক্ষে ক্ষতিকারক। কিন্তু বহু তারকাকে পাশে পেলেও মাহিরা দেখা যাচ্ছে, অপরাধবোধে ভুগছেন এখনও।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement