Bollywood Actress: কখনও পরেন না খোলামেলা পোশাক! জনপ্রিয়তায় আলিয়া, রশ্মিকাকে টেক্কা দেবেন এই নায়িকা!
Bollywood Gossip: সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে সাই পল্লবী বলেছেন, তিনি ভীষণ রক্ষণশীল পরিবার থেকে এসেছেন। সেই কারণে তিনি নিজেই খুব একটা ছোট পোশাক বা খোলামেলা পোশাক পরা পছন্দ করেন না।

কলকাতা: বলিউডে যখন সাহসী পোশাকে কার্যত একে অপরকে পাল্লা দিচ্ছেন নায়িকারা, সেই সময়ে একেবারে উল্টো পথে হেঁটেছেন সাই পল্লবী (Sai Pallavi)। বেশিরভাগ অনুষ্ঠান থেকে শুরু করে, সিনেমায় পর্যন্ত, বেশিরভাগ সময়েই শাড়িতে দেখা যায় সাই পল্লবীকে। কিন্তু কেন? শোনা যায়, সাই পল্লবী এই বিষয়ে ভীষণ কড়া যে তিনি চরিত্রের প্রয়োজনেও ছোট পোশাক পরতে রাজি নন। প্রয়োজন হলে তিনি চরিত্র ছেড়ে দিতে রাজি, কিন্তু কেন এই সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী?
সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে সাই পল্লবী বলেছেন, তিনি ভীষণ রক্ষণশীল পরিবার থেকে এসেছেন। সেই কারণে তিনি নিজেই খুব একটা ছোট পোশাক বা খোলামেলা পোশাক পরা পছন্দ করেন না। তবে একটা সময়ে নাচ শিখতে তিনি। তাঁর নাচের মাধ্যম ছিল ট্যাঙ্গো। আর এই স্টাইলের নাচ করার জন্য বাধ্যতামূলকভাবে পরতে হল স্লিট স্কার্ট (একদিকের পা বের করা স্কার্ট)। কিন্তু পল্লবী দেখতেন, তাঁর নাচের দিকে জনগণ নজর দিচ্ছেন না। সোশ্যাল মিডিয়ায় কেবল তাঁর পোশাক নিয়েই মন্তব্য হচ্ছে। লোকজন নাচ থামিয়ে তাঁর ভিডিও দেখছেন। এই অভ্যাস ভীষণ অপমানজনক লাগত সাই পল্লবীর। যদিও তিনি স্লিট স্কার্ট পরার আগে তাঁর বাবা মায়ের কাছে অনুমতি নিয়েছিলেন। বাবা মা ঝুঝেছিলেন নাচের প্রয়োজনে তাঁর এটা করা প্রয়োজন। কিন্তু সাধারণ মানুষ যে ব্যবহার শুরু করেন, তাতে ভীষণ আহত হন পল্লবী।
তবে পল্লবী এটাও গভীরভাবে বিশ্বাস করেন যে পোশাক মানুষের ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে না মোটেই। কে কী পরেছেন, তাতে তাঁর ব্যক্তিত্ব তৈরি হয় না। কিন্তু পল্লবী বিশ্বাস করেন, তিনি এমন পোশাক পরবেন যা, যে পোশাকে কিছুক্ষণ পরেই তিনি অস্বস্তি বোধ করবেন। সেই কারণেই তিনি শাড়ি বা সায়োলার কামিজকেই বেছে নিয়েছেন। তিনি বিশ্বাস করেন এই পোশাকেই স্বচ্ছন্দ তিনি।
প্রসঙ্গত, আগামীতে রণবীর কপূরের (Ranbir Kapoor) সঙ্গে 'রামায়ণ'-এ সীতার ভূমিকায় দেখা যাবে সাই পল্লবীকে। এটাই হতে চলেছে সাই পল্লবীর বলিউডে প্রথম কাজ। পল্লবীর বলিউডে ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা রয়েছে। তবে রণবীর কপূরের বিপরীতে তাঁকে কেমন দেখায়, সেইটাই এখন দেখার অপেক্ষায় সবাই। ইতিমধ্যেই এই ছবির অনেকাংশের শ্যুটিং হয়ে গিয়েছে। এই ছবি ঘিরে দর্শককের উত্তেজনা রয়েছে। ছবিতে আর কাকে কাকে দেখা যাবে তা এখনও প্রকাশ্যে আসেনি।






















