এক্সপ্লোর
Advertisement
ভারতে আইফোন ১১-র উত্পাদন শুরু করল অ্যাপল
কেন্দ্রের ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগে নয়া মোড়। অ্যাপল তাদের সেরা পণ্য আইফোন ১১-র উত্পাদন চেন্নাইয়ের ফোক্সকোন প্ল্যান্টে শুরু করে দিল। এই প্রথম সামনের সারিতে থাকা আইফোনের উত্পাদন ভারতে তৈরি হচ্ছে।
নয়াদিল্লি: কেন্দ্রের ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগে নয়া মোড়। অ্যাপল তাদের অগ্রগণ্য পণ্য আইফোন ১১-র উত্পাদন চেন্নাইয়ের ফোক্সকোন প্ল্যান্টে শুরু করে দিল। এই প্রথম সামনের সারিতে থাকা আইফোনের উত্পাদন ভারতে তৈরি হচ্ছে।
ভারত ও চিনের সম্পর্কে টানাপোড়েনের মধ্যে এই ঘটনা খুবই তাত্পর্যপূর্ণ। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অ্যাপল পর্যায়ক্রমে চেন্নাইয়ের প্ল্যান্টে তাদের পণ্যে উত্পাজন বাড়াবে এবং মেড ইন ইন্ডিয়া আইফোন রফতানিও করতে পারে। এভাবে চিনের ওপর নির্ভরতা কমবে।
এর ফলে আইফোন প্রস্তুতকারী সংস্থা এ দেশে তাদের মডেলের দামও কমাতে পারে। কারণ, স্থানীয় উত্পাদনের কারণে এই প্রযুক্তি সংস্থাকে ২২ শতাংশ আমদানি মাশুল গুণতে হবে না।
এই ঘোষণা সম্পর্কে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পিযুষ গয়াল শুক্রবার একটি ট্যুইট করেছেন। তিনি লিখেছেন, মেক ইন ইন্ডিয়া-র ক্ষেত্রে তাত্পর্যপূর্ণ অগ্রগতি! অ্যাপল ভারতে আইফোন ১১ উত্পাদন শুরু করল, দেশে প্রথম সামনের সারিতে থাকা মডেলের উত্পাদন শুরু হল।
আইফোন প্রস্তুতকারী সংস্থা এ দেশে আইফোন এক্সআর উত্পাদন করতে ফোক্সকোন উত্পাদন প্ল্যান্টকে কাজে লাগিয়েছে। স্যামসাং ও চিনের স্মার্টফোন উত্পাদনকারী শাওমি গ্রাহককের ক্রমবর্দ্ধমান চাহিদা পূরণে এবং ডিভাইস এদেশে উত্পাদনের জন্য কয়েক কোটি টাকা লগ্নি করেছে। তাইওয়ানে ফোক্সকোনের সদরদফতর। তারা অন্ধ্রপ্রদেশে তাদের উত্পাদন কেন্দ্রে শাওমির ডিভাইস উত্পাদন করে।
আইফোন প্রস্তুতকারী সংস্থা নতুন আইফোন এসই বা আইফোন এসই ২০২০ তৈরির কাজ বেঙ্গালুরুর কাছে উইসট্রোন প্ল্যান্টে করার চিন্তাভাবনা করছে বলে মনে করা হচ্ছে।
গ্যাজেট (Gadgets) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement