এক্সপ্লোর
Advertisement
কথা বললেই খুলে যাবে ফোনের লক! নতুন চমক নিয়ে আসছে স্যামসাং
গ্য়ালাক্সি এস ২১ সিরিজে থাকছে আরও বেশ কিছু চমক। রিপোর্ট অনুযায়ী, ওয়ান ইউ আই-এর ভার্সন যুক্ত গ্য়ালাক্সি এস ২১। বায়োমেট্রিক ভয়েস আনলক ফিচার ব্যবহার করার জন্য থাকবে অপশন। হাই বিক্সবি বললেই খুলে যাবে ফোন।
নয়াদিল্লি: উত্তরোত্তর বাড়ছে প্রযুক্তির ব্যবহার। একইসঙ্গে উন্নত হচ্ছে প্রযুক্তি। এই আবহে এবার নতুন চমক আসছে। ভারতর বাজারে প্রথম থেকেই জনপ্রিয় দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাং। সেই সংস্থা বায়োমেট্রিক ভয়েস আনলক ফিচার আনছে তাদের নতুন ফোনে। গ্য়ালাক্সি এস ২১ সিরিজে এই ফিচার মিলবে। সংস্থা বিক্সবি ভয়েস ব্য়বহার করবে।
গ্য়ালাক্সি এস ২১ সিরিজে থাকছে আরও বেশ কিছু চমক। রিপোর্ট অনুযায়ী, ওয়ান ইউ আই-এর ভার্সন যুক্ত গ্য়ালাক্সি এস ২১। বায়োমেট্রিক ভয়েস আনলক ফিচার ব্যবহার করার জন্য থাকবে অপশন। হাই বিক্সবি বললেই খুলে যাবে ফোন। সম্ভবত, আগামী বছর থেকে এই ফিচার ব্য়বহার করা যাবে।
কীভাবে কাজ করবে এই ফিচার? যখনই আপনি হাই বিক্সবি বলবেন তখনই আপনার নির্দেশ ফোনকে দেবে বিক্সি। প্রাথমিক পর্যায়ে ভয়েস পাসওয়ার্ড তৈরির অপশন দেবে ফোন। যাতে হ্য়ান্ডস ফ্রি পাসওয়ার্ড দেওয়া সেট করা যায়। তবে এখনই এই ফিচার ব্য়বহার করা যাবে না। জানা গিয়েছে, ওয়ান ইউ আই ৩.১ ভার্সনে এই ফিচার ব্য়বহার করা যাবে। তবে এখনও সব তথ্য প্রকাশ করেনি স্যামসাং। সংস্থা সূত্রে খবর, ২০২১ সালের জানুয়ারি মাসে গ্য়ালাক্সি এস ২১ আনুষ্ঠানিক প্রকাশ হবে। ফেব্রুয়ারি মাস থেকে মিলবে বাজারে। স্ট্যান্ডার্ড, প্লাস, আল্ট্রা এই ৩ মডেলে পাওয়া যাবে নতুন এই ফোন।
গ্যাজেট (Gadgets) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement