এক্সপ্লোর
Advertisement
অনেকটাই কমল স্যামসাংয়ের Galaxy A50s স্মার্টফোনের দুটি ভ্যারিয়েন্টেরই দাম
স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা স্যামসাং তাদের মিড রেঞ্জ প্রিমিয়াম স্মার্টফোন Galaxy A50s –এর দাম অনেকটাই কমিয়েছে। কিছুদিন আগে স্মার্টফোনের ওফর জিএসটি ১২ শতাংশ থেকে বাড়িয়ে ১৮ শতাংশ করা হয়। এরফলে স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানিগুলি তাদের স্মার্টফোনের দাম বাড়িয়েছে।
নয়াদিল্লি:স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা স্যামসাং তাদের মিড রেঞ্জ প্রিমিয়াম স্মার্টফোন Galaxy A50s –এর দাম অনেকটাই কমিয়েছে। কিছুদিন আগে স্মার্টফোনের ওফর জিএসটি ১২ শতাংশ থেকে বাড়িয়ে ১৮ শতাংশ করা হয়। এরফলে স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানিগুলি তাদের স্মার্টফোনের দাম বাড়িয়েছে। এরইমধ্যে স্যামসাং তাদের ওই স্মার্টফোনের দাম অনেকটাই কমিয়েছে। এখন দেখে নেওয়া যাক, এই ফোনের নতুন দাম ও কিছু ফিচার।
Samsung Galaxy A50s-এর নতুন দাম
দামের প্রসঙ্গে বলা যায় যে, স্যামসাং তাদের Galaxy A50s-র বেস ভ্যারিয়েন্টের দাম ২৪৭১ টাকা ও এর টপ ভ্যারিয়েন্টের দাম ৬,৩৩৯ টাকা কমিয়েছে। Galaxy A50s-এর বেস ভ্যারিয়েন্ট 4GB র্যা ম + 128GB স্টোরেজ) ভ্যারিয়েন্ট এখন ১৮,৫৯৯ টাকা। অন্যদিকে, 6GB র্যা ম + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের নতুন দাম ২০,৫৬১ টাকা। এই ফোন ২৪,৯৯৯ টাকা দামে লঞ্চ করা হয়েছিল।
এই ফোনে রয়েছে ৬.৪ ইঞ্চি ফুল-এইচডি+ (1080×2340 পিক্সেল) সুপার এমোলেড ইনফিনিটি ইউ ডিসপ্লে। এই ডিসপ্লেতে রয়েছে ভালো ব্রাইটনেস আউটপুট, সঙ্গে ভাইব্র্যান্ট কালার।
ফোনে রয়েছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। এছাড়াও রয়েছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
পারফরম্যান্সের জন্য Samsung Galaxy A50s এ রয়েছে 10nm এক্সিনোস 9611 প্রোসেসর। এছাড়াও এতে রয়েছে 6GB পর্যন্ত র্যা ম ও ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ। ফোনটি অ্যান্ড্রয়েড ৯ পাই ভিত্তিক OneUI 1.0 চালিত। এজন্য অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক OneUI 2.0 আপডেট রোলআউট করা হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য ১৫ ডব্লু ফার্স্ট চার্জিং সাপোর্ট সহ 4,000 এমএএইচ ব্যাটারি রয়েছে।
গ্যাজেট (Gadgets) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement