এখন হাতে লেখা এই নোটের সূত্র ধরেই এই মৃত্যুরহস্যের তদন্তে এগোচ্ছে পুলিশ
2/13
রাত ১২ থেকে ১-র মধ্যে প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সঙ্গে এই কাজটি শুরুর আগে যজ্ঞ করতে হবে।
3/13
এই পুরো প্রক্রিয়ায় যে যত বেশি একনিষ্ঠতা দেখাতে পারবে, ফল ততই ভাল হবে।
4/13
হাত দুটো শক্ত করে বেঁধে রাখতে হবে। যদি সামান্য কাপড়ও বেঁচে যায়, তাহলে সেটা দিয়ে চোখ বেঁধে রাখতে হবে।
5/13
বাড়ির বৃদ্ধা মহিলা যদি নিজের পায়ে না দাঁড়াতে পারেন, তাহলে তাঁকে পাশের ঘরে ঘুমতে পাঠিয়ে দিতে হবে।বাড়ির মধ্যে হাল্কা আলো জ্বালাতে হবে।
6/13
দিল্লির বুরারিতে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে এবার আসছে তন্ত্র-মন্ত্রের প্রভাবের কথা। বাড়ির ভেতর থেকে উদ্ধার হয়েছে হাতে লেখা নোট। যেখানে লেখা রয়েছে কিছু ধার্মিক রীতির কথা।
7/13
মুখ, চোখ এবং হাত বাঁধতে হবে খুব শক্ত করে। কিছু দেখা যাওয়া চলবে না। দড়ি ছাড়াও শাড়ি ও ওড়না ব্যবহারের নির্দেশও দেওয়া ছিল।
8/13
যদিও মৃতদের বাড়ির আত্মীয়দের দাবি, তাঁর পরিবারের লোকেরা ধার্মিক হলেও, কুসংস্কারগ্রস্থ ছিলেন না। রবিবার বুরারির এক বাড়ি থেকে ৭ জন মহিলা এবং চারজন পুরুষকে মুখ ও হাত বাঁধা এবং ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
9/13
শুধু নিয়মকানন নয়, সঙ্গে বাড়ির বাইরের দেওয়াল থেকে ১১টি রহস্যজনক পাইপ উদ্ধার হয়েছে। সেই পাইপের মধ্যে ৪টি সোজা থাকলেও, সাতটির মুখ নামানো অবস্থায় পাওয়া গিয়েছে।
10/13
যে নোট পুলিশ উদ্ধার করেছে, সেখানে লেখা ছিল বৃহস্পতিবার অথবা রবিবার নির্বাচন করতে হবে এই কাজটি করার জন্যে
11/13
তদন্ত করে পুলিশ জানতে পেরেছে ২০১৭ সাল থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে। মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত ১০টি কঠোর নিয়মের মধ্যে দিয়ে গিয়েছে এই পরিবার।
12/13
পুলিশ এই হত্যাকাণ্ডের তদন্তে নেমে একটি বিষয় নিশ্চিত এই মৃত্যুগুলো পূর্ব-পরিকল্পিত।
13/13
মৃত্যুর সাতদিন আগে থেকে বিভিন্ন নিয়ম মানা শুরু করতে হবে। এরমধ্যে যদি অশরীরী শক্তি ভর করে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করতে হবে