Live Updates: কাশ্মীরে ফোন ফের চালু সপ্তাহান্তে, সামনের সপ্তাহে পরপর খুলছে স্কুলও, জানালেন মুখ্য সচিব, ট্রাম্পকে ফোন ইমরানের, ১১ দিন পর দিল্লি ফিরলেন ডোভাল
যে টেলিফোন, মোবাইল যোগাযোগ বন্ধ থাকা নিয়ে ক্ষোভ রয়েছে, সে ব্যাপারেও অভয় দিয়ে তিনি জানান, ধাপে ধাপে, ধীরে ধীরে টেলিফোন সংযোগ ফেরানো হবে। টেলিফোন, মোবাইল সংযোগের সাহায্যে সন্ত্রাসবাদী হামলার বিপদ, লাগাতার আশঙ্কা মাথায় রেখেই পদক্ষেপ করা হবে জানান তিনি।
পাকিস্তান যাওয়ার জন্য ৪৫ জন আজকের নির্ধারিত ট্রেনের টিকিট কেটেছিলেন বলেও জানান তিনি।
তিনি এক বিবৃতিতে বলেছেন, রেল কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত থর এক্সপ্রেস বাতিল থাকছে। আপ ও ডাউন, দুই লাইনেই চলবে না এই ট্রেন।
ভারতের দিকে এই ট্রেন যোধপুরের ভগত কি কোঠি স্টেশন থেকে মুনাবাও পর্যন্ত যায়।
প্রসঙ্গত, ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের ঘোষণায় ভারত, পাকিস্তানের সংঘাতের মধ্যেই গত ৯ আগস্ট ইসলামাবাদে পাক রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ সেদিনের ট্রেনটিই যোধপুরের শেষ ট্রেন। পরে সমঝোতা এক্সপ্রেস, দিল্লি-লাহোর বাস পরিষেবাও বন্ধ করেছে দুই দেশ।
প্রেক্ষাপট
শ্রীনগর: জম্মুতে বিধিনিষেধ, যোগাযোগে নিয়ন্ত্রণ উঠেছে আগেই। এবার কাশ্মীরেও স্বাভাবিক পরিস্থিতি শীঘ্রই ফেরানোর আশ্বাস প্রশাসনের। কাশ্মীর উপত্যকায় জম্মু ও কাশ্মীর সরকারের দপ্তরগুলিতে শুক্রবার স্বাভাবিক কাজকর্ম হয়েছে, অনেক অফিসে উপস্থিতির হারও বেশ ভাল ছিল বলে সাংবাদিক সম্মেলনে জানান জম্মু ও কাশ্মীরের মুখ্য সচিব বি ভি আর সুব্রহ্মণ্যম। তিনি জানান, অধিকাংশ ফোন লাইন চলতি সপ্তাহের শেষ নাগাদ ফের চালু হবে, সামনের সপ্তাহে খুলে যাবে স্কুলও। বিধিনিষেধ ধাপে ধাপে ‘শৃঙ্খলা’ মেনে তোলা হবে বলে ঘোষণা করেন তিনি।
মুখ্য সচিব রাজ্যে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বোঝাতে গিয়ে সওয়াল করেন, ৫ আগস্ট বিধিনিষেধ জারি হওয়ার পর থেকে কোনও প্রাণহানি হয়নি, বড় ধরনের আঘাত পাওয়ার ঘটনারও খবর নেই। প্রসঙ্গত, সেদিনই জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া সংবিধানের ৩৭০ ধারা বিলোপ ও গোটা রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভাজনের সিদ্ধান্ত নেয় কেন্দ্র।
পরিস্থিতি বিচার-বিশ্লেষণ করে, শান্তি-শৃঙ্খলা বজায় রাখায় সাধারণ মানুষ কেমন সহযোগিতা করছেন, সেটা খতিয়ে দেখেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সুব্রহ্মণ্যম। বলেন, আগামী কয়েকদিনে একের পর এক বিধিনিষেধ শিথিল করা হবে। চলতি সপ্তাহ শেষের পর এলাকাভিত্তিক ভাবে স্কুলগুলি খুলবে যাতে বাচ্চাদের পড়াশোনার ক্ষতি না হয়।
যে টেলিফোন, মোবাইল যোগাযোগ বন্ধ থাকা নিয়ে ক্ষোভ রয়েছে, সে ব্যাপারেও অভয় দিয়ে তিনি জানান, ধাপে ধাপে, ধীরে ধীরে টেলিফোন সংযোগ ফেরানো হবে। টেলিফোন, মোবাইল সংযোগের সাহায্যে সন্ত্রাসবাদী হামলার বিপদ, লাগাতার আশঙ্কা মাথায় রেখেই পদক্ষেপ করা হবে জানান তিনি। টেলিফোন লাইন ফের চালুর ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, আজ রাত থেকেই দেখবেন, ধীরে ধীরে সংযোগ ফিরছে। আগামীকালের পরও তা চলবে। কাল সকালেই দেখবেন, শ্রীনগরের অনেকটাই ফিরেছে। বিএসএনএল কয়েক ঘন্টার মধ্যেই কাজে নেমে পড়ে। একের পর এক এক্সচেঞ্জে লাইন চালু করবে তারা। সপ্তাহান্তে দেখবেন, বেশিরভাগ লাইনই কাজ করছে। ২২টির মধ্যে জম্মু ও কাশ্মীরের ১২টি জেলায় পরিস্থিতি স্বাভাবিক ও মাত্র ৫টি জেলায় রাতে সীমিত সময়ের জন্য বিধিনিষেধ বহাল রয়েছে বলে জানান তিনি।
সুব্রহ্মণ্যম বলেন, আজকের শুক্রবারের প্রার্থনার পরপরই আসা রিপোর্ট অনুসারে রাজ্যব্যাপী ঠিক এখন সব ঠিকঠাক রয়েছে, শান্তিতেই দিনটা কেটেছে। সন্ত্রাসবাদী, মৌলবাদী গোষ্ঠীগুলির লাগাতার চেষ্টা, পাকিস্তানের স্থিতিশীলতা নষ্ট করার লাগাতার প্রয়াস সত্ত্বেও আমরা কোনও প্রাণহানি হতে দিইনি।
তিনি জানান, আগামী আরও কয়েকদিনে বিধিনিষেধ শিথিল হওয়ার জেরে একের পর এক এলাকায় যানবাহন চলাচল, লোকজনের যাতায়াতেও অনুমতি দেওয়া হবে। ফলে আগামী কয়েকদিনের মধ্যেই জম্মু ও কাশ্মীরের জনজীবন পুরোপুরি স্বাভাবিক হবে আশা করা যায়। রাস্তাঘাটে এখনই এটা দেখা যাচ্ছে গাড়িঘোড়া স্বাভাবিক ভাবে চলছে বলে। আগামী দিনগুলিতে তা আরও বাড়তে চলেছে। আগাম আটক করার বিষয়টি লাগাতার খতিয়ে দেখা হচ্ছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিচার করে যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
সুব্রহ্মণ্যম বলেন, প্রশাসন এটা মনে করে যে, শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার ব্যাপারে জম্মু ও কাশ্মীরের সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -