এক্সপ্লোর
সকালে খালি পেটে জিরে খেলে কত উপকার জানেন!
1/8

উল্লেখ্য, গবেষণা রিপোর্টে এই দাবি করা হয়েছে। এবিপি আনন্দ এই দাবির সত্যতা খতিয়ে দেখেনি। এক্ষেত্রে কোনও ধরনের সেবন বা চিকিত্সা শুরুর আগে বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করাটাই সমীচিন।
2/8

এক গ্লাস জলে এক চামম জিরে ফুটিয়ে খেলে চেহারা সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে।
3/8

সকালে খালি পেটে জিরে খেলে ব্লাড সুগারও নিয়ন্ত্রণ করা যেতে পারে।
4/8

পরিপাকের হার বাড়লে সহজেই পেটের চর্বি কমানো যায়। জিরে এই পরিপাকের হার বাড়তে সাহায্য করে।
5/8

সকালে খালি পেটে ১০ গ্রাম মতো জিরে প্রত্যেকদিন গরম জলের সঙ্গে খেলে পরিপাক বাড়ে।
6/8

জিরে ভেজানো জল সকালে খালি পেটে খেলে সহজেই ওজন কমানো যায়।
7/8

হ্যাঁ, রান্না ঘরে রয়েছে জিরে। অধিকাংশ খাবার রান্না করতে জিরের ব্যবহার হয়। কিন্তু খালি পেটে জিরে খাওয়ার উপকারিতা প্রচুর।
8/8

ওজন কমাতে সমস্যায় পড়ার কথা সবারই জানা। কিন্তু জানেন কি, ওজন কমানোর উপাদান আপনার রান্না ঘরেই রয়েছে।
Published at : 15 Jun 2018 05:43 PM (IST)
View More
Advertisement























