LIVE UPDATE: পঞ্চায়েত, পুরসভা, কর্পোরেশনের ভোট ব্যালটে হবে, ২১ শের মঞ্চে বললেন মমতা

২১ জুলাই শহরের প্রাণকেন্দ্রে মানুষের ঢল৷ কিন্তু মানুষের ভিড়ে যাতে রবিবাসরীয় শহর অচল না হয়ে পড়ে, তার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 21 Jul 2019 01:38 PM
যতই সংখ্যাগরিষ্ঠতা থাকুক, যে অত্যাচার করছ, ৫ বছর টিকবে না বিজেপি সরকার: মমতা
ঘোড়া কেনাবেচা নিপাত যাক: মমতা
যদি কেউ মনে করেন, তৃণমূলের প্রদীপের আলো নিভে গেছে, ভুল ভাববেন: মমতা
ভাল কোনও বামপন্থী থাকলে, আহ্বান জানাবেন, কেউ ভুল বুঝলে কাছে টেনে আনবেন: মমতা
আবার জেলায় জেলায় যাব: মমতা
আমরা তারাপীঠ কত সুন্দর করে তৈরি করে দিয়েছি, দক্ষিণেশ্বর, বেলুড় থেকে ফুরফুরা শরিফ-সব করে দিয়েছি: মমতা
কর্ণাটক-গোয়া-রাজস্থান ভাঙতে গিয়ে নিজেদের কোমরও ভেঙে যাবে: মমতা
প্রসেনজিৎ, ঋতুপর্ণাকে ডাকছে, বলছে বিজেপির সঙ্গে যোগাযোগ করছে : মমতা

আমরা বলছি, ইভিএম নয় ব্যালটে ভোট চাই, কমিশনকে বলেছি, পঞ্চায়েত, পুরসভার ভোট ব্যালটে হবে, আমেরিকা, নেদারল্যান্ডসে ভোট কেন ইভিএমে হয় না?, প্রশ্ন তুললেন মমতা।
ভিডিওতে দেখলাম বলছে বিজেপি নেতা বলছেন, হিন্দুদের মরতে দাও, দিলীপ ঘোষকে নিশানা মুখ্যমন্ত্রীর
একের পর কারখানা বন্ধ, শ্রমিকরা কর্মহীন, এখন বিজেপি বলছে ভারতকে বিক্রি করে দেব: মমতা
এখন সংসদ ভালভাবে চলছে, তা বিরোধীদের কৃতিত্ব: মমতা
‘যারা কেন্দ্রীয় সরকারের হারে বেতন চায় বলছে, তারা কেন্দ্রে চলে যান’: মমতা
চোরেদের সর্দার, ডাকাতদের সর্দার বলছে কাটমানি ফেরাও, আগে ১৫ লক্ষ টাকা করে ব্ল্যাকমানি ফেরাও, তারপরে ঝান্ডা ধরবে: মমতা
‘উত্তরপ্রদেশে প্রিয়ঙ্কাকে ঢুকতেই দেয়নি, আর আমাদের এখানে ১৪৪ ধারা জারি থাকলেও, জোর করে ঢোকে’, বিজেপিকে নিশানা মমতার।
‘বিজেপি সবাইকে মারতে শুরু করেছে, আজকেও গুড়াপ, পটাশপুরে তৃণমূলকর্মীদের মারছে। যেখানে যেখানে হামলা, সেখানে পাল্টা মিছিল’ বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
'অনেক জায়গায় বিজেপি ট্রেন বন্ধ করে দিয়েছে,
সরকারে আছে, তাই ট্রেন বন্ধ করে দিয়েছে বিজেপি’, অভিযোগ মমতার।
‘ইভিএম প্রতারণা করে, কমিশন, সিআরপিএফ দিয়ে ভোট করেছে, অনেক কিছু করে একটা ভোটে জিতেছে বিজেপি’, ২১ শের মঞ্চে বললেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, ‘ব্যালটে ভোট হলে, একটাতেও জিতবে না বিজেপি’।
যতক্ষণ বলব, মিটিং ছেড়ে যাবেন না, ২১ শের মঞ্চ থেকে বার্তা মমতার
কমিশনকে কাজে লাগিয়ে জিতেছে বিজেপি, ২১ শের মঞ্চে বললেন মমতা
বাংলা সংস্কৃতি জানে না বিজেপি, তাহলে বিদ্যাসাগরের মূর্তি ভাঙত না, ২১ শের মঞ্চ থেকে বার্তা শুভেন্দু অধিকারীর
সভাস্থলে পৌঁছালেন মমতা বন্দ্যোপাধ্যায়
ইভিএম নয়, ব্যালট ফেরাও, দাবি অভিষেকের
মঞ্চে বক্তব্য রাখছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
২১ শের মঞ্চের দিকে রওনা দিলেন মুখ্যমন্ত্রী।
মঞ্চে বক্তব্য রাখছেন ফিরহাদ হাকিম।
''দেশ বিক্রি করে দিচ্ছে বিজেপি, ওরা মার্কিন সাম্রাজ্যবাদের দালাল।'' মন্তব্য ফিরহাদের
চিড়িয়াখানা না যেতে ঘোষণা তৃণমূলের, পিটিএস ক্যাম্প অফিস থেকে ঘোষণা।
হুগলির গুড়াপে তৃণমূল কর্মীদের বাস থেকে নামিয়ে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বাস, গাড়ি ভাঙচুর। প্রতিবাদে পথ অবরোধ, পুলিশকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। বাঁকুড়া থেকে ধর্মতলায় একুশের সমাবেশে যোগ দিতে আসছিলেন তৃণমূল কর্ম-সমর্থকরা। অভিযোগ, গুড়াপে ২ নম্বর জাতীয় সড়কে তাঁদের বাস আটকান বিজেপি কর্মীরা।
সভায় হাজির টালিগঞ্জের একঝাঁক অভিনেতা-অভিনেত্রীরা। উপস্থিত রণিতা, মানালি, প্রিয়ঙ্কা সরকার, সোহম।
''২১ জুলাই সভার জন্য বাতিল কিছু লোকাল ট্রেন। বারাসাত ও বনগাঁর ট্রেন বাতিল।'', অভিযোগ খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের।
২১ শের মঞ্চে গান ধরলেন নচিকেতা ও শান্তনু রায়চৌধুরি। দুই শিল্পীর গলায় রবীন্দ্রসঙ্গীত।
২১ শের মঞ্চে গান ধরলেন নচিকেতা ও শান্তনু রায়চৌধুরি। দুই শিল্পীর গলায় রবীন্দ্রসঙ্গীত।
২১ জুলাই উপলক্ষে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্যুইট বার্তা। তিনি লিখেছেন, আজ ঐতিহাসিক ২১ জুলাই শহিদ দিবস। ২৬ বছর আগে আজকের দিনেই, ১৩ জন যুব কর্মী পুলিশের গুলিতে নিহত হন। সেই থেকে প্রতিবছর আমরা এই দিনটিকে শহিদ দিবস হিসেবে পালন করি। বাম জমানায় নিহত সকল শহিদদের আমার প্রণাম জানাই। ১৯৯৩ সালে ২১ জুলাই আন্দোলনের দাবি ছিল, নো আইডি কার্ড, নো ভোট। এবছর আমাদের দাবি, গণতন্ত্র ফিরিয়ে দাও, মেশিন নয়, ব্যালট চাই। আসুন, আজ সকলে মিলে দেশে গণতন্ত্র উদ্ধারের অঙ্গীকার নিই।

২১ জুলাই উপলক্ষে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্যুইট বার্তা। তিনি লিখেছেন, আজ ঐতিহাসিক ২১ জুলাই শহিদ দিবস। ২৬ বছর আগে আজকের দিনেই, ১৩ জন যুব কর্মী পুলিশের গুলিতে নিহত হন। সেই থেকে প্রতিবছর আমরা এই দিনটিকে শহিদ দিবস হিসেবে পালন করি। বাম জমানায় নিহত সকল শহিদদের আমার প্রণাম জানাই। ১৯৯৩ সালে ২১ জুলাই আন্দোলনের দাবি ছিল, নো আইডি কার্ড, নো ভোট। এবছর আমাদের দাবি, গণতন্ত্র ফিরিয়ে দাও, মেশিন নয়, ব্যালট চাই। আসুন, আজ সকলে মিলে দেশে গণতন্ত্র উদ্ধারের অঙ্গীকার নিই।

২১ জুলাই উপলক্ষে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্যুইট বার্তা। তিনি লিখেছেন, আজ ঐতিহাসিক ২১ জুলাই শহিদ দিবস। ২৬ বছর আগে আজকের দিনেই, ১৩ জন যুব কর্মী পুলিশের গুলিতে নিহত হন। সেই থেকে প্রতিবছর আমরা এই দিনটিকে শহিদ দিবস হিসেবে পালন করি। বাম জমানায় নিহত সকল শহিদদের আমার প্রণাম জানাই। ১৯৯৩ সালে ২১ জুলাই আন্দোলনের দাবি ছিল, নো আইডি কার্ড, নো ভোট। এবছর আমাদের দাবি, গণতন্ত্র ফিরিয়ে দাও, মেশিন নয়, ব্যালট চাই। আসুন, আজ সকলে মিলে দেশে গণতন্ত্র উদ্ধারের অঙ্গীকার নিই।

২১ জুলাই উপলক্ষে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্যুইট বার্তা। তিনি লিখেছেন, আজ ঐতিহাসিক ২১ জুলাই শহিদ দিবস। ২৬ বছর আগে আজকের দিনেই, ১৩ জন যুব কর্মী পুলিশের গুলিতে নিহত হন। সেই থেকে প্রতিবছর আমরা এই দিনটিকে শহিদ দিবস হিসেবে পালন করি। বাম জমানায় নিহত সকল শহিদদের আমার প্রণাম জানাই। ১৯৯৩ সালে ২১ জুলাই আন্দোলনের দাবি ছিল, নো আইডি কার্ড, নো ভোট। এবছর আমাদের দাবি, গণতন্ত্র ফিরিয়ে দাও, মেশিন নয়, ব্যালট চাই। আসুন, আজ সকলে মিলে দেশে গণতন্ত্র উদ্ধারের অঙ্গীকার নিই।

২১ জুলাই উপলক্ষে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্যুইট বার্তা। তিনি লিখেছেন, আজ ঐতিহাসিক ২১ জুলাই শহিদ দিবস। ২৬ বছর আগে আজকের দিনেই, ১৩ জন যুব কর্মী পুলিশের গুলিতে নিহত হন। সেই থেকে প্রতিবছর আমরা এই দিনটিকে শহিদ দিবস হিসেবে পালন করি। বাম জমানায় নিহত সকল শহিদদের আমার প্রণাম জানাই। ১৯৯৩ সালে ২১ জুলাই আন্দোলনের দাবি ছিল, নো আইডি কার্ড, নো ভোট। এবছর আমাদের দাবি, গণতন্ত্র ফিরিয়ে দাও, মেশিন নয়, ব্যালট চাই। আসুন, আজ সকলে মিলে দেশে গণতন্ত্র উদ্ধারের অঙ্গীকার নিই।

প্রেক্ষাপট

কলকাতা: শহর কলকাতায় আজ তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস পালন। তৃণমূলের এই সমাবেশ এবার ছাব্বিশ বছরে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে,  এবারের সমাবেশের প্রেক্ষিত অন্যান্য বারের থেকে অনেকটাই আলাদা, আবার মিলও আছে কিছুটা। শুরুর একুশের সমাবেশে নিশানায় ছিল কমিশন। উঠেছিল, নো আইডি নো ভোট স্লোগান। এবারও তৃণমূলের কর্মসূচিতে ফিরে এসেছে নির্বাচন কমিশন।ব্যালট ফেরানোর দাবিতে আজ তৃণমূলের একুশের সমাবেশ।
এরইমধ্যে একুশে জুলাইকে কেন্দ্র করে তৃণমূলের বিরুদ্ধে কাটমানির নিয়ে হুঁশিয়ারি দিলীপ ঘোষের। শনিবার বাঁকুড়ার ওন্দায় বিজেপির রাজ্য সভাপতির মন্তব্যে সরগরম বাংলা।
তৃণমূলের একুশে সমাবেশ মঞ্চ ঘিরে নিরাপত্তা জোরদার। সভাস্থল দফায় দফায় চলেছে তল্লাশি। শনিবার বিকেলে সভাস্থল পরিদর্শন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রবিবার ভোররাত থেকেই দলে দলে বিভিন্ন জেলা থেকে কলকাতামুখী হয়েছেন তৃণমূল সমর্থকরা। দূর-দূরান্তের জেলাগুলি থেকে সমাবেশে যোগ দিতে মানুষ কলকাতায় এসে পৌঁছতে শুরু করেছে শনিবার থেকেই। গীতাঞ্জলি স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, বিধাননগরের সেন্ট্রাল পার্ক, আলিপুরের উত্তীর্ণ স্টেডিয়ামে লোক রাখার ব্যবস্থা হয়েছে।
২১ জুলাই শহরের প্রাণকেন্দ্রে মানুষের ঢল৷ কিন্তু মানুষের ভিড়ে যাতে রবিবাসরীয় শহর অচল না হয়ে পড়ে, তার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ।  রবিবার বন্ধ থাকবে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের একটা অংশ। ধর্মতলা থেকে আসা গাড়িগুলি শ্যামবাজার থেকে এপিসি রোড হয়ে শিয়ালদা দিয়ে ঘোরানো হবে। অন্যদিকে, সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে বিবি গাঙ্গুলি স্ট্রিট ধরে লালবাজার হয়ে বিবাদী বাগ দিয়ে যাবে। বেন্টিঙ্ক স্ট্রিটের একাংশও বন্ধ থাকবে। সেক্ষেত্রে গাড়ি বিবি গাঙ্গুলি স্ট্রিট হয়ে গণেশচন্দ্র অ্যাভিনিউ দিয়ে ঘোরান হবে। যান চলাচল স্বাভাবিক রাখতে, হাওড়া ব্রিজ থেকে আসা গাড়িগুলি স্ট্র্যান্ড রোড এবং ব্রেবোর্ন রোড হয়ে বিবাদী বাগ আনা হবে। দক্ষিণ কলকাতা থেকে ধর্মতলার দিকে আসা গাড়িগুলিকে অশুতোষ মুখার্জি রোড থেকে রবীন্দ্রসদন, পার্কস্ট্রিট হয়ে মেয়ো রোড দিয়ে আসবে। দ্বিতীয় হুগলি সেতু থেকে ধর্মতলার দিকে আসা গাড়িগুলিকে, খিদিরপুর রোড হয়ে আউট্রাম রোড হয়ে পার্ক স্ট্রিটের দিকে আনা হবে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.