Diabetes For Air Pollution: দূষণের জেরে ফুসফুসের সমস্য়া হয়। সে কথা সকলেরই জানা। কিন্তু একই কারণে হতে পারে ডায়াবেটিসের সমস্যাও। বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে সেটি। সাম্প্রতিককালে ল্যানসেটের একটি গবেষণা থেকেও তেমনটাই জানা গিয়েছে। এছাড়াও, দূষণের সঙ্গে ডায়াবেটিসের যোগসূত্র নিয়ে একই মত তাবড় তাবড় চিকিৎসকের। সংবাদমাধ্যম আইএএনএস-কে চিকিৎসকদের দেওয়া একটি সাক্ষাৎকারে উঠে এসেছে সেই প্রসঙ্গ।
বিশ্বের মধুমেহ রাজধানী
ভারতকে বিশ্বের মধুমেহ রাজধানী বলা হয়। বলার নানা কারণও রয়েছে। ভারতে বর্তমানে প্রায় ১০ কোটি মানুষ মধুমেহ অর্থাৎ ডায়াবেটিস রোগে আক্রান্ত। এছাড়াও, তাদের মধ্যে ১৩৬ মিলিয়ন মানুষ প্রিডায়াবেটিসে ভোগেন। প্রিডায়াবেটিস ডায়াবেটিসের ঠিক আগের ধাপ। বিশেষজ্ঞদের একাংশের ধারণা, এই অবস্থা ভবিষ্যতে আরও শোচনীয় হতে পারে। ডায়াবেটিসের মূল শিকার হতে পারেন তরুণরাই।
দূষণের ভূমিকা কতখানি
ডায়াবেটিসের পিছনে দূষণের ভূমিকা দিন দিন বাড়ছে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। ল্যানসেটের সাম্প্রতিক সমীক্ষা বলছে, ডায়াবেটিস আক্রান্তদের মধ্যে ২০ শতাংশের দূষণের কারণেই (Diabetes For Air Pollution) এই সমস্যায় আক্রান্ত। বায়ুর অন্যতম দূষক পার্টিকুলেট ম্যাটার ২.৫-র জেরেই এই ক্রনিক রোগটি বাসা বাঁধছে শরীরে। অন্যদিকে, ঘরের ভিতরকার দূষিত হাওয়াও একই সঙ্গে ক্ষতি করছে শরীরের। সুযোগ করে দিচ্ছে ডায়াবেটিসকে (Diabetes Cause)।
কী বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা ?
ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালের ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎসক অম্বরীশ মিত্তাল সংবাদমাধ্যমকে বলেন, পিএম ২.৫ মানুষের চুলের থেকে ৩০ গুণ বেশি সূক্ষ্ম। আর এগুলির জেরেই নানা রোগ বাসা (Disease For Air Pollution) বাঁধছে শরীরে। বিশেষ করে ডায়াবেটিসের আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে এই দূষক পদার্থটি। প্রায় ২০ শতাংশ ঝুঁকি বেড়ে যাচ্ছে বলে জানাচ্ছেন চিকিৎসক।
অন্যদিকে মোহন ডায়াবেটিসের চিকিৎসক ভি মোহনের কথায়, বায়ু দূষণ মূলত এন্ডোক্রিন ডিসরাপ্টরের কাজ করে। এর ফলে টাইপ ২ ডায়াবেটিসের আশঙ্কা বেড়ে যায়।
সাত বছর ধরে গবেষণা
দূষণের সঙ্গে ডায়াবেটিসের যোগসূত্রের কথা নেহাত তত্ত্বভিত্তিক নয়। সাত বছর ধরে ভারতের বিভিন্ন মেট্রো শহরগুলিতে এই সংক্রান্ত গবেষণা করা হয়। শহরের তালিকায় ছিল দিল্লি, চেন্নাইও। তাতে দেখা গিয়েছে, তরুণরাও এই বিপদের সম্মুখীন হতে পারেন।
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন - Indoor Plants Benefits: ইনডোর প্ল্যান্টও ঠাণ্ডা রাখে ঘর! কোন কোন গাছ রাখবেন অন্দরে?