কলকাতা: বর্ষাকাল (Monsoon) আসলেই ডেঙ্গির (Dengue) চিন্তা কপালে ভাঁজ ফেলে। কোথাও জল জমে থাকলেই তাতে ডেঙ্গির মশার ডিম পাড়ার সম্ভাবনা থাকে। প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন জায়গায় ডেঙ্গি প্রতিরোধের সচেতনতা জারি করা হচ্ছে। কিন্তু তারপরও দেশের বহু মানুষ প্রতি বছর ডেঙ্গিতে আক্রান্ত হন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই সময়ে মশার কামড় থেকে দূরে থাকা প্রয়োজন। ডেঙ্গির মশা যাতে ঘরে ঢুকতে না পারে কিংবা কামড়াতে না পারে, তার জন্য সঠিক সময়ে দরজা, জানালা বন্ধ রাখতে হবে। প্রয়োজনে জানালায় জাল ব্যবহার করতে হবে। এছাড়াও আয়ুর্বেদিক পদ্ধতিতে কীভাবে মশা তাড়াবেন, সে সম্পর্কে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। নাহলে মশা তাড়ানোর ধূপ থেকে হতে পারে নানা অসুখ। কিন্তু প্রাকৃতিক ও আয়ুর্বেদিক পদ্ধতিতে মশা তাড়ালে তা থেকে স্বাস্থ্যের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না।
মশা তাড়ানোর আয়ুর্বেদিক উপায়-
১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মশা তাড়ানোর জন্য নিমপাতা ব্যবহার করতে পারেন। নিমপাতা স্বাস্থ্যের জন্যও অত্যন্ত উপকারী। মশা তাড়াতে ঘরে নিমপাতা পোড়াতে পারেন। খাবারের তালিকায় নিমপাতা রাখতে পারেন। আবার নিমপাতা দেওয়া জলে স্নানও করতে পারেন।
২. মশা তাড়াতে ধূপের পরিবর্তে ধুনো ব্যবহারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, নারকেল ছাড়িয়ে নেওয়ার পর যে ছাল অংশটা থাকে, সেটি পোড়ালে মশা বাড়ির ধারেকাছে ঘেঁষতে পারবে না। তার মধ্যে ঘুনো ব্যবহারের পরামর্শ দিচ্ছেন তাঁরা। সাধারণত পুজোর সময় এভাবে ধুনো জ্বালানো হয়ে থাকে। আবার অনেক বাড়িতেই সকাল সন্ধ্যেয় পুজোর সময় ধুনুচিতে ধুনো জ্বালানো হয়। এর অনেক উপকারিতাও রয়েছে।
আরও পড়ুন - Herbal Tea: দারুণ উপকারী ভেষজ চা, কীভাবে তৈরি করবেন জেনে নিন
৩. কর্পূরের গন্ধ মশা সহ্য করতে পারে না। এমনটাই মত বিশেষজ্ঞদের। তাঁরা জানাচ্ছেন, মশা তাড়াতে দারুণ উপকারী কর্পূর।
বিশেষজ্ঞদের মতে, বর্ষাকালে জ্বর হলে অনেক সময়ই সাধারণ জ্বর ভেবে এড়িয়ে যান। কিন্তু এই সময়ে মশার কারণে একাধিক অসুখ হতে পারে। তাই অত্যন্ত সাবধানে থাকা প্রয়োজন। কারণ, ডেঙ্গি রোগে আক্রান্ত রোগীকে সঠিক সময়ে চিকিৎসা না করালে তা প্রাণঘাতীও হতে পারে।
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।