Centre On Recharge Plan Hike: জিও, এয়ারটেল ও ভোডাফোন, দাম বাড়িয়েছে সকলেই। অন্তত ২১ শতাংশ থেকে ২৫ শতাংশ পর্যন্ত দাম বেড়েছে বিভিন্ন প্ল্যানগুলির। এই অবস্থায় কী মতামত কেন্দ্রের ? কীই বা বলছে ট্রাই অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া (Recharge Plan Hike)? এই মূল্যবৃদ্ধি কি তাদের হস্তক্ষেপে কমানো হতে পারে ? অন্তত তেমনটাই আশা করেছিলেন এক বিশাল অংশের জনগণ। কিন্তু সেই আশায় সত্যি অর্থে জল ঢেলে দিল ট্রাই। সম্প্রতি ইকোনমিকস টাইমস সংবাদমাধ্যমে এই নিয়ে কথা বলেছেন টেলিকম রেগুলেটরি অথরিটির (Centre On Recharge Plan Hike) এক উচ্চপদস্থ আধিকারিক। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি প্রকারান্তরে সমর্থন জানিয়েছেন এই ট্যারিফ বৃদ্ধিকে।
কী মতামত কেন্দ্রের ?
ট্রাইয়ের ওই উচ্চপদস্থ ব্যক্তির মত অনুযায়ী, কেন্দ্র এইবিষয় নিয়ে ততটা চিন্তা করছে না। বর্তমানে টেলিকম বাজারে যথেষ্ট প্রতিযোগিতা রয়েছে বলে মনে করে কেন্দ্রীয় সরকার। ফলে এই দাম বাড়ানোয় অনৈতিক কিছু নেই বলেই মনে করছে তারা।
গ্রাহকদের বিষয়ে কী মন্তব্য কেন্দ্রের ?
সরকারের শীর্ষস্তরের ওই আধিকারিকের কথায়, গ্রাহকদের পকেটে সামান্য চাপ পড়বে। কিন্তু সেটাও খুব অনৈতিক বলে মনে করেন তিনি। তাঁর কথায়, খুব সামান্য একটু চাপ পড়বে এই যা। পাশাপাশি এটাও দেখার অনুরোধ তিনি করেছেন যে, দীর্ঘ তিন বছর পর এই প্রথম দাম বাড়ানো হল!
বিশ্বের মধ্যে এখনও সবচেয়ে সস্তা
দাম নিয়ে গত কয়েকদিন বেশ কয়েক দফা হইচই হয়েছে। গ্রাহকদের মধ্য়ে সেই নিয়ে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে। কিন্তু ট্রাইয়ের শীর্ষস্তরের আধিকারিকের কথায়, এই ডেটা প্ল্যানগুলি মোটেই দামি নয়। বরং বেশ সস্তা। বিশ্বের মধ্য়ে এখনও সবচয়ে সস্তা রয়েছে এই ডেটা প্ল্যানগুলি। দাম বাড়ানোর পরেও রিচার্জ প্ল্যানগুলি সাশ্রয়ী রয়েছে বলে মনে করেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি। তাই এই নিয়ে বিশেষ অসন্তোষ প্রকাশের প্রয়োজন আছে বলে মনে করেন না তিনি।
তাহলে কি ট্রাই কিছুই করবে না ?
নাহ, এই মুহূর্তে ট্রাই (Telecom Regulatory Authority Of India) এই মূল্যবৃদ্ধি নিয়ে কিছুই করবে না বলে জানিয়েছে। কারণ মূল্যবৃদ্ধির সম্পূর্ণ অধিকার আছে সংস্থাগুলির। এমনটাই নাকি নিয়ম। সেখানে নাকি সরকারের নাক গলাবার বিশেষ জায়গাও নেই। তবে ট্রাই জোর দিচ্ছে ভাল পরিষেবার উপর। পরিষেবা যাতে সংস্থাগুলি ভাল করে, সেদিকে নজর রাখছে ট্রাই।
আরও পড়ুন - Jio Best Saving Plans: Jio-র নতুন ট্যারিফে কোন প্ল্যানগুলি রিচার্জ করলে বেশি লাভ ? রইল বিস্তারিত খোঁজ
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।