কলকাতা: মহিলাদের মধ্যে অন্যতম আগ্রাসী ক্যানসার হল সার্ভিকাল ক্যানসার (Cervical cancer)। আর এই ক্যানসারের পিছনে দায়ী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। ভাইরাসটি সংক্রমণের মাধ্যমে এক শরীর থেকে আরেক শরীরে ছড়িয়ে পড়ে। বর্তমানে ভারতে এই রোগে আক্রান্তের হার প্রতি পাঁচজনের মধ্যে একজন বা ২১ শতাংশ। অন্য়দিকে ল্যানসেট গ্লোবাল হেলথের একটি তথ্য অনুযায়ী, প্রতি চারজনের মধ্যে একজন এই রোগে মারা যান অর্থাৎ ২৩ শতাংশ। তবে চিকিৎসাবিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে এই রোগেরও সুরাহা হয়েছে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের টিকা এখন সহজেই বাজারে উপলব্ধ হতে চলেছে। সেই টিকা নিলেই মারণরোগটির বিরুদ্ধে সুরক্ষা পাওয়া সম্ভব।


টিকা নেওয়ার আদর্শ বয়স কোনটি ?


চিকিৎসকদের কথায়, মেয়েদের বয়স যখন ৯ থেকে ১৪ বছরের মধ্য়ে, তখনই টিকা (Cervical cancer vaccine) নেওয়া উচিত। এই সময় টিকা নিলে ভাইরাসটির বিরুদ্ধে সম্পূর্ণ সুরক্ষা পাওয়া যায়। তবে এর পরেও টিকা নেওয়া যেতে পারে। অন্তত তেমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।


বেশি বয়সেও কি টিকা নেওয়া যায় ?


আইএএনএস সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে চিকিৎসকদের বক্তব্য, ৪৫ বছর বয়স পর্যন্ত এই টিকা যে কেউ নিতে পারেন। টিকাটি নিলে কিছুটা হলেও রোগের ঝুঁকি কমে। কারণ এইচপিভি টিকা শরীরে প্রবেশ করে অ্যান্টিজেন হিসেবে। এর পর এটি শরীরে নির্দিষ্ট সুরক্ষা বলয় তৈরি করে। যা পরে ভাইরাস আক্রমণের হাত থেকে শরীরকে বাঁচায়।


কী বলছেন চিকিৎসকরা ?


ক্লাউডিন গ্রপ অব হসপিটালসের গাইনিকোলজির চিকিৎসক চেতনা জৈন সংবাদমাধ্যমকে বলেন, সার্ভিকাল ক্যানসারের টিকা সবার নেওয়া উচিত। এই টিকা নেওয়ার সঠিক সময় ৯ থেকে ২৬ বছর। অর্থাৎ ঠিক যেই বয়স যৌনমিলন শুরু হওয়ার সম্ভাবনা থাকে, সেই বয়সে নেওয়া ভাল। তবে ২৬ বছরের পর থেকে ৪৫ বছরের মধ্যেও এই টিকা নেওয়া যেতে পারে। চিকিৎসক চেতনার কথায়, বেশি বয়সে টিকা নিলে কিছুটা হলেও লাভ পাওয়া যায়। তবে কম বয়সে টিকা নেওয়ার মতো নয়। অন্যদিকে মাধুকর রেনবো হাসপাতালের চিকিৎসক রিঙ্কি সেনগুপ্ত ধরের কথায়, ৪৫ বছর পর্যন্ত এই টিকা নেওয়া যায়।


ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।


আরও পড়ুন - Health Tips: প্রস্রাবে ফেনা হওয়া কীসের লক্ষণ ? কী করলে কমবে ?