কলকাতা : ঘন, লম্বা এবং মজবুত চুলের (Long Hair) অধিকারী হতে কে না চায়। কিন্তু ধুলো, ধোঁয়া এবং দূষণের কারণে এমন মনের মতো চুল কতজন আর পেতে পারেন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বাড়ির বাইরে বেরলেই যেমন ধুলো, ধোঁয়া এবং দূষণ চুলকে আরও ক্ষতিগ্রস্থ করে তোলে, এছাড়াও খাদ্যাভ্যাস এবং নানারকম শারীরিক অসুস্থতার কারণেও চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে। তাই চুলের কোনও সমস্যা হলে সবার প্রথমেই ডাক্তারের সঙ্গে পরামর্শ করার কথা বলছেন বিশেষজ্ঞরা।


আরও পড়ুন - Hair Care Tips: লম্বা ও মজবুত চুল চান? হাতের কাছে রান্নাঘরেই রয়েছে উপাদান


আরও পড়ুন - শিশুকে স্তন্যপান করালে তা মহিলাদের মস্তিষ্কে কী প্রভাব ফেলে?


শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নেওয়ার পর বহু মানুষই চুলে কন্ডিশনার ব্যবহার করেন। বহু মানুষের আবার এমন ধারণা রয়েছে যে, কন্ডিশনার ব্যবহারের কারণেই বুঝি চুল পড়ার সমস্যা দেখা দেয়। কিন্তু এই ধারণাকে একেবারেই অসত্য বলছেন বিশেষজ্ঞরা। তাঁরা জানাচ্ছেন, কন্ডিশনার ব্যবহারের ফলে একেবারেই চুল পড়ার সমস্যা দেখা দেয় না। বরং চুলের নানারকম সমস্যা সমাধানে সাহায্য করে কন্ডিশনার। তবে, কন্ডিশনার ব্যবহার করার পর তা সঠিকভাবে জল দিয়ে ধুয়ে ফেলার দিকেও নজর রাখা দরকার।


আরও পড়ুন - Eye Donation: কারা চক্ষুদান করতে পারবেন আর কারা পারবেন না?


আরও পড়ুন - Gut Health Update: কীভাবে বুঝবেন আপনার হজমের গোলমাল হয়েছে?


এবার জেনে নেওয়া যাক চুলের জন্য কীভাবে উপকার করে কন্ডিশনার-
১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শ্যাম্পু করার পর বহু মানুষেরই চুলে জট পড়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। সেই জট পড়া চুল আঁচড়াতে গেলে চুল ছিঁড়ে ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা থাকে। কন্ডিশনার ব্যবহার করলে চুলে জট পড়ার সম্ভাবনা অনেক কমে যায়।


২. কন্ডিশনার চুলকে মোলায়েম রাখতে সাহায্য করে।


৩. বিশেষজ্ঞদের মতে, চুলের ডগা ফেটে যাওয়ার সমস্যা দূর করতে সাহায্য করে কন্ডিশনার।


৪. চুলকে আরও উজ্জ্বল করে তুলতে কন্ডিশনারের জুড়ি মেলা ভার।