কলকাতা : আর মাত্র কয়েকদিন পরই দুর্গাপুজো। তার আগে ত্বককে করে তুলতে হবে আরও ঝকঝকে এবং জেল্লাদার। কিন্তু আবহাওয়ার কারণে কিংবা অন্য কোনও কারণে ত্বক একেবারে নিষ্প্রাণ হয়ে রয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বয়সের সঙ্গে সঙ্গে ত্বকে নানারকম সমস্যা দেখা দেয়। ব্ল্যাকহেডস, ওপেন পোরস, ত্বকে বয়সের ছাপ পড়া প্রভৃতি অনেক রকমের সমস্যা দেখা দেয়। এছাড়াও ব্রন ও অ্য়াকনের সমস্যা তো আছেই। ফলে এতরকম সমস্যায় ত্বক ক্রমশ নিষ্প্রাণ জেল্লাহীন হয়ে পড়ে। কীভাবে ঘরোয়া পদ্ধতিতেই ত্বকের হারিয়ে যাওয়া জেল্লা ফিরে পাবেন, তা জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
বাজার চলতি প্রসাধনী ব্যবহারে ত্বক আরও ক্ষতিগ্রস্থ হয়ে পড়ে। কিন্তু ঘরোয়া উপাদান ব্যবহার করলে পার্শ্বপ্রতিক্রিয়ার সম্ভাবনা থাকে না বলে মত বিশেষজ্ঞদের। ত্বকে উজ্জ্বল এবং ত্বকে তারুণ্য ফিরিয়ে আনতে মুলতানি মাটি এবং কমলালেবুর খোসার প্যাক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন ত্বক বিশেষজ্ঞরা।
আরও পড়ুন - Tooth Pain Remedy: রান্নাঘরে থাকা উপকরণ দিয়েই সারবে দাঁতের ব্যথা
কীভাবে তৈরি করবেন মুলতানি মাটি ও কমলালেবুর খোসা দিয়ে ফেস প্যাক?
বলা হয়, মুখ মনের আয়না। মুখে মানুষের চরিত্র ফুটে ওঠে। মাত্র এক চামচ মুলতানি মাটি দিয়েই ত্বকে ফিরবে তারুণ্য। ত্বক হয়ে উঠবে ঝলমলে এবং উজ্জ্বল। এক চামচ মুলতানি মাটির সঙ্গে এক চামচ কমলালেবুর খোসা গুঁড়ো এবং গোলাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কমলালেবুতে রয়েছে ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড, ক্যালশিয়াম এবং আরও অন্য়ান্য উপকারী উপাদান। কমলালেবুর খোসাতেও একই উপাদান থাকে। পাশাপাশি অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান থাকে কমলালেবুর খোসায়। তৈলাক্ত ত্বকের জন্য খুবই উপকারী এটি। ত্বকের ভিতরে গিয়ে উজ্জ্বল করে তুলতে সাহায্য করে।
আরও পড়ুন - World Mental Health Day: শরীরের সঙ্গে মনেরও অসুখ হয়, মানসিক স্বাস্থ্য দিবসে জানুন অজানা তথ্য
কীভাবে ব্যবহার করবেন এই প্যাক?
মুলতানি মাটি, কমলালেবুর খোসা গুঁড়ো এবং গোলাপ জল দিয়ে তৈরি করে রাখা প্যাক মুখে এবং গলায় ভালো করে লাগিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্যাক শুকিয়ে গেলে জল দিয়ে ভালো করে ধুয়ে নিন। টোনার হিসেবে গোলাপ জল ব্যবহার করুন। সপ্তাহে তিনদিন এই প্যাক ব্যবহার করুন।