Liver Problems: লিভারের সমস্যায় (Liver Problems) অনেকেই সারাবছর ভুগতে থাকেন। মূলত এই সমস্যায় খাওয়াদাওয়ার (Food) প্রচুর নিয়ম থাকে। চিকিৎসকের পরামর্শ মেনে খাওয়া-দাওয়া না করলে নিজের বিপদ ডেকে আনবেন আপনি। লিভারের সমস্যা দেখা দিলে খাওয়ার হজম (Indigestion) করার শক্তি কমে যায়। তার ফলে হাল্কা খাবার অর্থাৎ তেলমশলা ছাড়া সহজপাচ্য খাবার খাওয়া প্রয়োজন। তবে লিভারের সমস্যা যাতে দেখা না দেয় সেইজন্য আপনি রোজের মেনুতে যোগ করতে পারেন পাঁচটি ফল। এই সমস্ত ফলে থাকা বিভিন্ন উপকরণ আপনার লিভার ভাল রাখতে সহায়তা করবে। তাই দেখে নিন লিভার ভাল রাখার জন্য কী কী ফল খেতে পারেন। 


আপেল- এই ফলে বিশেষ করে আপেলের খোসায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আপনার শরীর ডিটক্স করতে সাহায্য করে। এর ফলে লিভারের স্বাস্থ্য ভাল থাকে। অতএব আপেল খোসা না ছাড়িয়ে খেলে বেশি উপকার পাওয়া যাবে। 


আঙুর- সবুজ হোক বা লালচে কিংবা কালো আঙুর, সবকিছুই আপনার লিভারের পক্ষে ভাল। তাই যাঁরা ফল খেতে ভালভাসেন তাঁরা রোজের ডায়েটে রাখতে পারেন একটি ফ্রুট স্যালাড। সেখানে যোগ করুন এইসব আঙুর।


অ্যাভোকাডো- বর্তমানের জীবনশৈলীতে অ্যাভোকাডো বেশ পরিচিত এবং জনপ্রিয় ফল। অ্যাভোকাডো টোস্ট খেতেও অনেকেই ভালবাসেন। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে অ্যাভোকাডো খেলে আপনার ওজন কমতে পারে এবং লিভারের কর্মক্ষমতা সঠিক থাকবে। তবে বেশি অ্যাভোকাডো খেলে আবার উল্টে সমস্যা দেখা দিতে পারে।


লেবু- প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে যেকোনও লেবুতে। এই ভিটামিন আপনার বডি ডিটক্সিফিকেশনে সাহায্য করে। শরীরের ভিতরে জমে থাকা নোংরা বের করে দেয় লেবুতে থাকা এই ভিটামিন সি। এর সাহায্যে লিভার ভাল থাকে। 


জাম- আজকাল বাজারে অনেক ধরনের জাম পাওয়া যায়। সবই স্বাস্থ্যের পক্ষে বিশেষ করে লিভারের জন্য ভাল। কারণ জামের মধ্যে থাকে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট। লিভারের ক্ষয়ক্ষতি রোধ করতে এবং এই কার্যক্ষমতা সঠিক ভাবে বজায় রাখার জন্য জাম খুবই উপকারি। 


লিভারের সমস্যা এড়াতে যেসব কাজ একেবারেই করবেন না



  • তেলমশলাযুক্ত খাবার বা ভাজাভুজি একেবারেই এড়িয়ে চলা প্রয়োজন।

  • রাস্তার খাবার অর্থাৎ মুখরোচক স্ট্রিট ফুড যত খাবেন ততই বারোটা বাজবে আপনার লিভারের।

  • পরিমিত আহার করা প্রয়োজন। সঠিকভাবে জল খাওয়া দরকার।

  • মূলত প্রতিদিনের খাওয়া-দাওয়ার দিকেই নজর দেওয়া প্রয়োজন। পরিষ্কার পানীয় জল পান করা প্রয়োজন। 


আরও পড়ুন- ফুসফুস ভাল রাখতে প্রয়োজন ব্যায়াম, নজর থাকুক প্রতিদিনের ডায়েটেও