কলকাতা: চুলকানির অনুভূতি হচ্ছে। তাই চুলকে নিতে হচ্ছে। চুলকানির সঙ্গে মানুষের সম্পর্ক অনেকটা এমনই। এই চুলকানি আবার রোগের লক্ষণ হতে পারে, এমনটা খুব কম লোকেই ভেবে থাকেন। ভয়ানক চুলকানি না হলে কেউ এই সমস্যাকে গুরুত্ব দেন না। অনেক সময় কোনও পোকা কামড়ালে তা থেকে চুলকানি হতে পারে। সেই সময় অনবরত চুলকানি হতে থাকে। কিন্তু এর বাইরেও এক ধরনের চুলকানি হয়। তা অনবরত নয়। কিন্তু ঘন ঘন। এই ঘন ঘন চুলকানির বড় কারণ শরীরের ভিতরকার কিছু সমস্যাও হতে পারে।
ঘন ঘন চুলকানির কারণ (Itching Underlying Causes)
একাধিক গবেষণায় দেখা গিয়েছে, লিভারের সমস্যা থাকলে চুলকানি হতে পারে। খাদ্যাভাসের জেরে এখন অনেকেই লিভারের সমস্যায় ভোগেন। জাঙ্কফুড বা ফাস্ট ফুড লিভারের উপর চাপ ফেলে। এতে ধীরে ধীরে ফ্যাট জমতে শুরু করে। যা থেকে ফ্যাটি লিভার, লিভার সংক্রমণের মতো রোগ হয়।
লিভারের রোগ কেন দায়ী (Why Liver Disease Responsible) ?
২০১৫ সালের একটি গবেষণায় দাবি, লিভারের মধ্যে বাইল সল্ট থাকে। বাইল অ্যাসিড থেকে বাইল সল্ট তৈরি হয়। এটি খুব পরিমিত থাকে। লিভারের রোগ হলে এর পরিমাণ বেড়ে যেতে পারে। যা আমাদের ত্বকের নিচে জমতে শুরু করে। তার প্রভাবে চুলকানির সমস্যা দেখা যায়। তবে সবার ক্ষেত্রে এই সমস্যা নাও হতে পারে বলেও জানিয়েছিল ওই গবেষণা।
ক্রনিক লিভার রোগ (Chronic Liver Disease)
অনেকের লিভার রোগ ক্রনিক পর্যায়ে পৌঁছে যায়। তেমনটা হলে ঘন ঘন চুলকানির সমস্যা দেখা দিতে পারে। বেশিরভাগ সময় লিভারের সমস্যা ঠিক সময়ে ধরা পড়ে না। অনেকেই লক্ষণগুলি এড়িয়ে চলেন। যখন এই রোগ ধরা পড়ে, ততদিনে অনেকটাই বেড়ে যায়। যার ফলে চুলকানি ঘন ঘন হতে থাকে।
লিভারের সমস্যার আর কী কী লক্ষণ (Liver Disease Symptoms)
লিভারের সমস্যা হলে আরও বেশ কিছু উপসর্গ দেখা যায়। সেদিকে নজর রাখলে রোগটি সঠিক সময়ে ধরা পড়ে।
- পেট ফুলে যাওয়া, পেটে ব্যথা হওয়া।
- ত্বক হলদে যায়। এমনকি চোখের মণিও কিছুটা হলদেটে হয়ে যেতে পারে।
- মূত্রের রং গাঢ় হয়ে যায় লিভারের রোগে।
- ঘন ঘন ক্লান্ত লাগে।
- মাথা ঘোরার মতো উপসর্গও দেখা দিতে পারে।
আরও পড়ুন - Vitamin D Deficiency: ভিটামিন D-এর ঘাটতি মেটাবে ৫ ফল, কখন কতটা খাবেন ?