Happy Propose Day 2022: প্রোপোজ ডে-তে সঙ্গীকে বলতেই পারেন এই ১০টা কথা
বন্ধুত্ব হোক কিংবা ভালোবাসার মানুষটাকে মনের কথা জানাতে পারেন আজকের দিনে। প্রোপোজ ডে-তে কীভাবে বন্ধু কিংবা প্রিয়জনকে বার্তা পাঠাবেন, রইল কিছু উদাহরণ-
কলকাতা: ভালোবাসার মাস শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি শুরু হয়ে গিয়েছে ভ্যালেন্টাইন সপ্তাহও। গতকাল ছিল রোজ ডে বা গোলাপ দিবস। আজ সারা বিশ্বে প্রোপোজ ডে (Propose Day 2022) পালন করা হচ্ছে। বন্ধুত্ব হোক কিংবা ভালোবাসার মানুষটাকে মনের কথা জানাতে পারেন আজকের দিনে। প্রোপোজ ডে-তে কীভাবে বন্ধু কিংবা প্রিয়জনকে বার্তা পাঠাবেন, রইল কিছু উদাহরণ-
১. আমার ভালোবাসা হয়তো শব্দে প্রকাশ করা সম্ভব নয়, কিন্তু আমার আচরণ তা জানান দেয়। আজকের এই বিশেষ দিনে আশা করি তুমি আমার প্রস্তাব গ্রহণ করবে আর আগামী দিনের সঙ্গী হিসেবে আমাকে বেছে নেবে।
২. তোমার ভালোবাসা আমার জীবনে আনন্দ নিয়ে এসেছে। আশা করি আমি তোমার জীবন চিরদিনের জন্য সুখ আর ভালোবাসায় ভরিয়ে দেব।
৩. আমি জানি আমার আর তোমার দুই আত্মা যমজ। আমরা কি তাহলে খুব তাড়াতাড়ি বিয়ে করে নিতে পারি?
আরও পড়ুন - Benefits of Vitamin E: ত্বক এবং চুলের স্বাস্থ্যে কীভাবে উপকার করে ভিটামিন ই?
৪. আমি সবথেকে সুখী মানুষটা হব যদি রোজ রাতে শোওয়ার পর সকালে ঘুম থেকে উঠে তোমাকে দেখি।
৫. আজকের এই বিশেষ দিনে আমি তোমাকে বলতে চাই, আমার সঙ্গেই বড় হবে? আমরা আস্তে আস্তে দুজনে বৃদ্ধ-বৃদ্ধা হব? তোমার বাকি জীবনটা কি আমার সঙ্গে কাটাবে?
৬. সারাজীবনের জন্য একটা অঙ্গীকারবদ্ধ হতে চাই, জীবনের ভালো এবং খারাপ দিনগুলোয় তোমার পাশে থাকব। তুমি কি সেই সুযোগ দেবে?
৭. ঈশ্বর আমায় যে জীবন দিয়েছিল, তাকে তুমি খুব সুন্দর করে গড়ে তুলেছ। এই জীবনটাকে কি তুমি সারাজীবন নিজের কাছে রাখবে?
৮. আমরা আমাদের বন্ধুত্বকে চিরদিনের জন্য বন্ধনে আবদ্ধ করতে চাই।
৯. তুমি আমার জীবনে আসায় আমি পৃথিবীটাকে অন্যরকমভাবে দেখতে পেরেছি। তুমি কি আমার সঙ্গে ওই নতুন পৃথিবীটায় গোটা জীবনটা থাকবে?
১০. অনেক ভালোবাসা আমাদের জন্য সারা জীবন অপেক্ষা করে রয়েছে। তুমি কি আমায় সেই পথটায় এগিয়ে যেতে সঙ্গ দেবে?