কলকাতা: ভ্যালেনটাইনস ডে-এর দিন কয়েক আগে থেকেই শুরু হয়ে যায় প্রেমের মরসুম। ১৪ ফেব্রুয়ারি দিনটি নিয়ে একেকজনের একেকজনের পরিকল্পনাও থাকে। প্রেমদিবসের খ্যাতি ব্যাপক। বলা ভাল, এতটাই যে, এই দিনটি নিয়ে বেশ কয়েকটি জোকসও হাওয়ায় কান পাতলে শোনা যায়। তেমনই কয়েকটি ভ্যালেনটাইনস স্পেশাল জোকস থাকল (Valentines Day 2024 best jokes) এবার। প্রেম তো হবেই, হেসে মনটাও হালকা করে নেওয়ার সেরা সুযোগ এটাই।


১. রোজ ডে-তে একটি গোলাপ দিতে গেলে অন্তত ২০ টাকা খরচ। প্রপোজ ডে-তে কার্ড ও তার সঙ্গে আইসক্রিম দিলে ১০০ টাকা যাবেই। চকোলেট ডে-তে একটি চকোলেট দেওয়া নিয়ম। ভাল চকোলেটের দাম অন্তত ২৫০ টাকা। এর পর দিন টেডি ডে। এই দিন একটি টেডি বিয়ার কিনে দিতে গেলে অন্তত ৭০০ টাকা লাগবে। এর পর দিন আবার প্রমিস ডে। এই দিন শুধু শুকনো মুখে প্রমিস করলেই হবে না। সঙ্গে একটা কিছু দিতে হবে। ধরা যাক খাইয়ে দিলেন। ১৩০ টাকা খসল। এর পর দিন আলিঙ্গন দিবস ২৫০ টাকা লাগবে। কারণ এই দিনও অল্প বিস্তর খাওয়াদাওয়া ঘুরতে যাওয়া রয়েছে। গায়ের দুর্গন্ধ দূর করতে একটি নতুন বডি স্প্রেও কিনতে হতে পারে। কিস ডে-তেও একই ভাবে খাওয়া খরচ ১৫০ টাকা ধরুন। এর পর ভ্যালেন্টাইন্স ডে। এই দিনটি সবচেয়ে স্পেশাল। এই দিন সবচেয়ে বেশি খরচ। ধরা যাক, ২০০০ টাকা খরচ করতে হবে। অর্থাৎ সব মিলিয়ে ৩৫০০ টাকা মতো খরচ এক সপ্তাহে। সিঙ্গল হওয়ায় এই গোটা টাকাটাই কিন্তু আপনার বেঁচে গেল! 


২. এটি একটি হিন্দি লবজের জোকস। বিয়ের আগে অনেকেই বলেন -  রোজ আর রেড, স্কাই ইজ ব্লু, ইউ আর বিউটিফুল, আই লাভ ইউ। বিয়ের পর এই কবিতায় কিছুটা বদল আসে। রোজ আর ডেড, আই হ্যাভ ব্লু, ডোন্ট ইট মাই হেড, পরে মর তু...।


৩. ভ্য়ালেনটাইন্স ডে-এর দিন কুড়ি আগে একটি গিফট শপে এক উকিলকে দেখা গেল। তিনি ২০-২৫টি কার্ড কিনেছেন। প্রতিটায় লিখছেন, হাই ডার্লিং আমাকে চিনতে পারছ। তোমার প্রেমিক। কৌতুহল থেকে একজন জিজ্ঞেস করছেন, এতজনকে কেন লিখছেন একই কথা। উকিল বলেন, এই কার্ড আশেপাশে পাড়ায় যাবে। তার কিছুদিনের মাথায় আমার হাতে বিবাহ বিচ্ছেদের মামলা আসবে। ব্যবসার জন্য এটুকু করতেই হয়!


ডিসক্লেইমার: জোকসগুলি নিছক আনন্দের জন্য। কোনওরকম ব্যক্তি আক্রমণ/বিশেষ দৃষ্টিভঙ্গিকে এর মাধ্যমে সমর্থন জানানো হচ্ছে না।


আরও পড়ুন - Valentines Day 2024 Movies: ১৪ ফেব্রুয়ারি দুজনেরই রোম্যান্টিক মুভি দেখার প্ল্যান? মিস করবেন না