কলকাতা: কোভিড (Coronavirus) এবং লং কোভিডের (Long Covid) মধ্যে পার্থক্যটা অনেকেই বুঝতে পারেন না। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কোভিডের যে উপসর্গগুলি চার সপ্তাহের বেশি সময় ধরে দেখা যায়, তা লং কোভিড। দীর্ঘদিন ধরে করোনাভাইরাসের (Covid19) উপসর্গ দেখা দিলে শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে। এর জন্য সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। শুধু তাই নয়, সঠিক চিকিৎসা না হলে সারাজীবনের জন্য নানা অসুখ বাসা বেঁধে থাকতে পারে। তাই লং কোভিডের যে উপসর্গ অবহেলা করলে সারা শরীরে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে, সেগুলো জেনে রাখা দরকার।
১. ফুসফুসের সমস্যা- কোভিড থেকে সেরে ওঠার পর বহু মানুষের মধ্যেই ফুসফুসের সমস্যা দেখা দেয়। বহু মানুষই এই সমস্যা এড়িয়ে যান। শ্বাস প্রশ্বাসের সমস্যা কখনও এড়িয়ে যাওয়া উচিত নয় বলে মত বিশেষজ্ঞদের। হয়তো লক্ষ করছেন, দীর্ঘদিন ধরে আপনার কাশি সর্দি এবং শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দিচ্ছে, তাহলে দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। নাহলে ফুসফুসের সমস্যা জটিল সমস্যায় পরিণত হতে পারে।
২. গা বমি, মাথা ঘোরার সমস্যা- করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সময় এই সমস্যা দেখা দেয়। এমনকি সেরে ওঠার পরও মাথা ঘোরা এবং গা বমি ভাব দেখা দেয়। এগুলোই লং কোভিডের লক্ষণ।
আরও পড়ুন - Body Odor: গায়ে দুর্গন্ধর সমস্যা দেখা দিচ্ছে? এই খাবারগুলো খাচ্ছেন না তো?
৩. বুকে ব্যথা- বিশেষজ্ঞরা জানাচ্ছেন, করোনা থেকে সেরে ওঠার পরও দীর্ঘদিন যদি বুকে ব্যথা এবং বুকে চাপ অনুভব করেন, তাহলে তা এড়িয়ে যাওয়া উচিত নয়। এর ফলে হৃদরোগ দেখা দিতে পারে।
৪. অবসাদ- করোনা থেকে সেরে ওঠার পর অবসাদে আক্রান্ত হতে দেখা যায় বহু মানুষকে। অনেকেই এই সময়ে নিজের ক্ষতি করে ফেলেন অবসাদে আক্রান্ত হয়ে। এই লক্ষণকে লং কোভিডের লক্ষণ বলছেন বিশেষজ্ঞরা।
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।