কলকাতা: গত দুটো বছরেরও বেশি সময় ধরে বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস (Coronavirus)। লক্ষ লক্ষ মানুষের প্রাণ গিয়েছে এই মারণ ভাইরাসের হানায়। বর্তমানে কোভিডের সংক্রমণের হার কিছুটা কমলেও আতঙ্ক বাড়াচ্ছে মাঙ্কি পক্স (Monkey Pox)। সদ্য পাওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ২০টি দেশে হদিশ মিলেছে মাঙ্কি পক্স সংক্রমণের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (World Health Organisation) পক্ষ থেকে জানা গিয়েছে, সব মিলিয়ে এখনও পর্যন্ত ২০০টি সংক্রমণের ঘটনা সামনে এসেছে। কিন্তু কোনও ব্যক্তি মাঙ্কি পক্সে আক্রান্ত হলে কী হবে তাঁর পোষ্যর? এই সম্পর্কে সম্প্রতি নির্দেশ দিয়েছে ইউরোপিয়ান অথরিটি।
মাঙ্কি পক্স প্রসঙ্গে ইউরোপিয়ান অথরিটি-
ইউরোপিয়ান ইউনিয়নের (EU) পক্ষ থেকে জানানো হয়েছে, সেখানে এখনও পর্যন্ত ১১৮টি মাঙ্কি পক্স সংক্রমণের ঘটনা সামনে এসেছে। যার মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ দেখা গিয়েছে পর্তুগাল (Portugal) ও স্পেনে (Spain)। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মাঙ্কি পক্সে আক্রান্ত পশুদের কামড় থেকে সংক্রমণ ছড়াতে পারে। এছাড়াও, আক্রান্ত পশুদের রক্ত, লোম, রক্তরস থেকেও ছড়াতে পারে। কিন্তু কেউ মাঙ্কি পক্সে আক্রান্ত হলে তাঁর পোষ্যর কী হবে? সে সম্পর্কেও নির্দেশিকা জারি করেছে ইউরোপিয়ান অথরিটি। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, যে ব্যক্তি মাঙ্কি পক্সে আক্রান্ত হয়েছেন, তাঁর যদি ইঁদুর গোত্রীয় কোনও পোষ্য থাকে, তাহলে সেই পোষ্যকে হয় হত্যা করতে হবে অথবা আইসোলেট করতে হবে।
আরও পড়ুন - Lifestyle News: বছরের কোন মাসে বিশ্বে সবথেকে বেশি মানুষ জন্মায়?
প্রসঙ্গত, জ্বর, গায়ে ব্যথা, আকারে বড় বসন্তের মতো গায়ে গুটি গজিয়ে ওঠাকে আপাতত মাঙ্কি পক্সের উপসর্গ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফোস্কার মতো দেখতে যন্ত্রণাদায়ক গুটি হাতে, পায়ে এবং মুখে গজিয়ে উঠতে দেখলেও চিকিৎসকের পরামর্শ নিতে বলা হচ্ছে। মাঙ্কি পক্সের একটি রূপ এতটাই ভয়ঙ্কর যে, আক্রান্তদের ১০ শতাংশ তাতে মারাও যেতে পারেন। এছাড়াও, মাথার যন্ত্রণা, পেশিতে যন্ত্রণার সমস্যাও লক্ষণ হিসেবে দেখা যায়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মাঙ্কি পক্সের সমস্যা দুই থেকে চার সপ্তাহ পর্যন্ত থাকতে পারে। তবে, এই অসুখের উপসর্গ দেখা দেওয়ার দিন কয়েক পরই শরীরের নানা অংশে ছড়িয়ে পড়তে পারে।