Zombie Virus: বরফের নিচ থেকে জেগে উঠতে পারে মানুষের আদিম শত্রু ! বড় দাবি গবেষকদের
Scientists on Zombie Virus: বরফের নিচ থেকে জেগে উঠতে পারে মানুষের আদিম শত্রু। ৪৮,৫০০ বছর আগে সক্রিয় ছিল তারা।
কলকাতা: করোনার ঢেউ এখন আর ততটা ভয়ের নয়। কিন্তু হলে কী হবে ! ভাইরাস ত্রাস যেন পিছু ছাড়ছেই না। সম্প্রতি ডিজিজ এক্স নিয়ে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস অ্যাধানম ঘেব্রেইসুস। করোনার থেকে ২০ গুণ বেশি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এই রোগ। এমনটাই তিনি জানিয়েছিলেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ২০২৪ সালের অধিবেশনে। এবার আরও একটি ভাইরাসের ব্যাপারে বিশ্বকে সতর্ক করে দিলেন বিজ্ঞানীরা। সেই ভাইরাসের নাম জম্বি !
জম্বি ভাইরাসের বাস কোথায় ?
পৃথিবীর মেরু অঞ্চলে বিশাল আয়তন জুড়ে বরফ জমে রয়েছে। এই বরফের গভীরতা ভূতলের নিচে অনেকটাই। আর সেই বরফের নিচেই নাকি রয়েছে জম্বি ভাইরাস। এত নিচে এই ভাইরাস কেন রয়েছে তার কারণও জানিয়েছেন বিজ্ঞানীরা। তাদের কথায়, এই ভাইরাসগুলি বহু আগে পৃথিবীতে সক্রিয় ছিল। তার পর আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভাইরাস নিস্ক্রিয় হয়ে যায়। চাপা পড়ে যায় বহু শতাব্দীর বরফের তলায়। তবে এবার সেই ভাইরাস জেগে উঠতে পারে । এর দায় অবশ্য মানুষের উপরেই বর্তেছে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা।
মানুষই নাকি দায়ী!
প্রায় ৪৮ হাজার ৫০০ বছর আগে অস্তিত্ব ছিল জম্বি ভাইরাসের। সেই ভাইরাস নাকি এবার মনুষ্য জাতির একটি দোষেই সক্রিয় হয়ে উঠতে চলেছে। আর সেই দোষটি হল বিশ্ব উষ্ণায়ন। দূষণের কারণে বাড়ছে পৃথিবীর উষ্ণতা। আর বিশ্ব উষ্ণায়নের কারণে দুই মরুর বরফ গলতে শুরু করেছে। যার ফলে জম্বি ভাইরাস সক্রিয় হয়ে উঠতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের। আর তা এবার ঘটলে এই ভাইরাস করোনার মতো ভয়ানক হয়ে উঠতে পারে বলেও মনে করা হচ্ছে।
কী বলছেন বিজ্ঞানীরা?
ফ্রান্সের এইক্স-মার্শেল বিশ্ববিদ্যালয়ের ভাইরাস বিশেষজ্ঞ জিন-মাইকেল ক্লেভেরি সংবাদমাধ্যমকে বলেন, দক্ষিণ মেরুর নিচে এই সাক্ষাৎ বিপদ ওত পেতে রয়েছে। এটি মানুষের শরীরে খুব দ্রুত সংক্রমণ ছড়াতে সক্ষম। ইরাসমাস মেডিক্যাল সেন্টারের বিজ্ঞানীদের আশঙ্কা এই ভাইরাসের কাথণে পোলিও রোগের হার বাড়তে পারে। অন্যদিকে রটারডামের ইরাসমাস মেডিক্যাল সেন্টারের বিজ্ঞানী মেরিয়ন কুপম্যানস সংবাদমাধ্যমকে বলেন, বরফের নিচে জম্বি ভাইরাস আছে কি না তা এখনও নিশ্চিত করে বলা মুশকিল। তবে থাকবার সম্ভাবনা অনেকটাই বলে জানিয়েছেন তিনি। আর সেই ভাইরাস সক্রিয় হলে বড় বিপদ হতে পারে বলেই আশঙ্কা করা হয়েছে।
আরও পড়ুন - Gas Pain vs Heart Pain: বুকে ব্যথাকে গ্যাসের ব্যথা বলে ভুল করছেন না তো ? এই লক্ষণগুলি এড়িয়ে গেলেই বিপদ
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )