Healthy Morning Habits: সকালে ঘুম থেকে উঠে প্রতিদিন নিয়ম করে করুন কয়েকটি কাজ, সারাদিন শুধু শারীরিক নয়, মানসিক ভাবেও খুব ভাল থাকবেন আপনি
Healthy Lifestyle Tips: সকাল ঘুম থেকে ওঠার পর নিয়ম করে প্রতিদিন কয়েকটা কাজ করতে হবে। তাহলেই আপনার সারাদিন ভালভাবে কাটবে। কী কী করা জরুরি, দেখে নিন তালিকা।

Healthy Morning Habits: আর্লি টু বেড, আর্লি টু রাইজ - যেমন সারাদিন ভালভাবে সুস্থ মতো কাটানো একটা মন্ত্র। তেমনই আপনার 'হেলদি মর্নিং হ্যাবিটস' অর্থাৎ সকালে ঘুম থেকে উঠে করা কয়েকটি স্বাস্থ্যকর কাজ, সারাদিন আপনার সুস্থ-সবল-চাঙ্গা রাখবে। শুধু শারীরিক ভাবে নয়, মানসিক দিক থেকেই দিনভর আপনি ভাল থাকবে। তাই সবার আগে চোখ বুলিয়ে নেওয়া দরকার সেই তালিকায়, যেখানে বলা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে কী কী করলে আপনি সার্বিক ভাবে ভাল থাকবেন।
সকাল ঘুম থেকে ওঠার পর নিয়ম করে প্রতিদিন কয়েকটা কাজ করতে হবে। তাহলেই আপনার সারাদিন ভালভাবে কাটবে। কী কী করা জরুরি, দেখে নিন তালিকা।
- সকালবেলায় ঘুম থেকে উঠে বিছানা থেকে নামার আগেই হাত-পায়ে, হাল্কা স্ট্রেচিং করে নিতে পারলে।
- ঘুম থেকে উঠেই অনেকে হাতে মোবাইল নিয়ে নিন। এই অভ্যাস না রাখাই ভাল। সকাল সকাল মন-মেজাজ তিরিক্ষি হয়ে যেতে পারে ফোন ঘেঁটে।
- সকালে ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে নিয়ে হাল্কা উষ্ণ জল সামান্য পরিমাণে খেতে পারলে অ্যাসিডিটি, বদহজম, পেটের সমস্যা দূর হতে বাধ্য।
- সকালে ঘুম থেকে ওঠার পর মেডিটেশনের অভ্যাস রাখা ভাল। সকালে ধ্যান করলে মনঃসংযোগ বাড়বে। কাজে মন বসবে। একাগ্রতা বাড়বে। স্ট্রেস কমবে।
- সকালবেলায় ঘুম থেকে উঠে সারাদিন কোন কোন কাজ আপনি করবেন, তা ভালভাবে ছকে নেওয়া প্রয়োজন। তাহলে সময়ে কাজ শেষ হবে।
- যাঁদের ঠান্ডা লাগার ধাত রয়েছে তাঁরা বিছানা থেকে সরাসরি মাটিতে পা নিয়ে চটি কিংবা পাপোষের উপর পা দিলে সুস্থ থাকবেন।
- সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রাশ করে মুখচোখ ধুয়ে ফ্রেশ হয়ে নেওয়া জরুরি। তবে ঘুম ভাঙলেই স্নান করতে যাবেন না।
- সকালে ঘুম থেকে উঠেই স্নান করতে গেলে ঠান্ডা লেগে যেতে পারে, কারণ বডি টেম্পারেচারে তারতম্য ঘটে। তাই সতর্ক থাকা উচিত।
- সকালে ঘুম থেকে উঠে কিছু সময় পরে যোগাসন কিংবা একসারসাইজ করুন। ততক্ষণের শরীরে জড়তা কেটে যাবে। ফলে চোট-আঘাত পাবেন কম।
- সকালবেলায় ঘুম থেকে উঠেই হাতে মোবাইল নিয়ে নেট অন করে নোটিফিকেশন বা সোশ্যাল মিডিয়া চেক না করাই শ্রেয়। এতে স্ট্রেস বাড়ার সম্ভাবনা থাকে।
ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )






















